| ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

স্টেগান,কে নিয়ে বার্সার সিদ্ধান্তে অবাক ফুটবল বিশ্ব

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৮ ১১:৫০:০২
স্টেগান,কে নিয়ে বার্সার সিদ্ধান্তে অবাক ফুটবল বিশ্ব

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনার ড্রেসিংরুমে আবারও চলছে বড়সড় পরিবর্তনের হাওয়া। ২০২3-24 মৌসুমে জাভি হার্নান্দেজের অধীনে যিনি ক্লাবের প্রথম অধিনায়ক ছিলেন—জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান, এবার তার কাঁধ থেকে সরিয়ে নেয়া হয়েছে সেই দায়িত্ব। নতুন মৌসুমে বার্সার নতুন ক্যাপ্টেন হিসেবে বেছে নেয়া হয়েছে তরুণ তারকা মিডফিল্ডার পেদ্রিকে।

তবে সবচেয়ে চমকে দেয়া বিষয় হলো—ক্লাবের এমন সিদ্ধান্তেও কোনো আপত্তি জানাননি স্টেগান। বরং যথারীতি পেশাদার মনোভাব বজায় রেখেই নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন তিনি। এমনকি বার্সেলোনার প্রতি নিজের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।

কেন কেড়ে নেয়া হলো অধিনায়কত্ব?গত মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্স হতাশাজনক ছিল। জাভির বিদায়ের পর নতুন কোচ হান্সি ফ্লিক দলকে নতুনভাবে গড়ার কাজে নেমে পড়েছেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই দলীয় নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ক্লাব সূত্র।

বিশেষজ্ঞরা মনে করছেন, মাঠে ও মাঠের বাইরে আরও উদ্যমী এবং তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা থেকেই পেদ্রিকে নতুন ক্যাপ্টেন বানানো হয়েছে। পেদ্রি নিজেও জাতীয় দল এবং ক্লাব পর্যায়ে তার দায়িত্বশীল মনোভাবের জন্য প্রশংসিত।

স্টেগান যা বললেনস্টেগান জানিয়েছেন, “অধিনায়কত্ব হারানোতে আমি বিচলিত নই। আমি সবসময় দলের স্বার্থকে আগে দেখি। আমার ভূমিকা বদলালেও আমার দায়বদ্ধতা একটুও কমবে না। আমি এখানে থাকতে পেরে গর্বিত।”

এমন পরিপক্ব প্রতিক্রিয়ায় স্টেগানের প্রতি সমর্থকদের শ্রদ্ধা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, ‘স্টেগান একজন সত্যিকারের লিডার, যিনি পদ নয়, মন দিয়ে নেতৃত্ব দেন।’

ফ্লিকের নতুন পরিকল্পনায় বার্সানতুন কোচ হান্সি ফ্লিক স্পষ্ট করে দিয়েছেন, তিনি বার্সেলোনায় এক নতুন যুগের সূচনা করতে চান। তরুণদের ওপর ভর করে দ্রুতগতির আধুনিক ফুটবল খেলাতে চান তিনি। এজন্যই নেতৃত্বের ভার তরুণদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত।

এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে, বার্সায় চলছে কাঠামোগত রদবদল, যার ছাপ পড়ছে অধিনায়ক নির্বাচনেও। তবে স্টেগানের মতো সিনিয়র খেলোয়াড়দের নীরব অথচ দৃঢ় উপস্থিতিই হয়তো বার্সার নতুন পথচলায় শক্ত ভিত হয়ে থাকবে।

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

Scroll to top

রে
Close button