| ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

নারী ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিসিবি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৭ ১১:২৪:৪৪
নারী ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিসিবি

নিজস্ব প্রতিবেদক : নারী ক্রিকেটারদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন এক লাফে ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৯ নারী দলের দুই ক্রিকেটারকেও কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে, যা নারী ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

পিসিবির নতুন ঘোষণায় দেখা গেছে, ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হওয়া এই কেন্দ্রীয় চুক্তি এক বছরের জন্য করা হয়েছে। চুক্তিতে ২০ জন নারী ক্রিকেটারকে রাখা হয়েছে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে— ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’।

কাদের অন্তর্ভুক্ত করা হয়েছে কোন ক্যাটাগরিতে?‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন চার সিনিয়র ক্রিকেটার—ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলি, সাদিয়া ইকবাল (বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি বোলার), সিদরা আমিন।

‘বি’ ক্যাটাগরিতে আছেন—আলিয়া রিয়াজ (নতুন সংযোজন), দিয়ানা বেগ ও নাশরা সান্ধু।

‘সি’ ক্যাটাগরির একমাত্র সদস্য—রামিন শামিম।

‘ডি’ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ১০ জন ক্রিকেটার—গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ (নতুন), ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ (নতুন), সাইয়েদা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার (নতুন)।

সবচেয়ে চমকপ্রদ সংযোজন ‘ই’ ক্যাটাগরিতে—অনূর্ধ্ব–১৯ দলের উদীয়মান দুই ক্রিকেটার আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকার।

কত টাকা বাড়ল বেতন?পিসিবি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামো প্রকাশ না করলেও বোর্ড সূত্র জানিয়েছে—আগে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে ১,২০,০০০ পাকিস্তানি রুপি পেতেন, যা এখন প্রায় দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ, নতুন চুক্তি অনুযায়ী একজন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার মাসে প্রায় ২,৪০,০০০ পিকেআর পাবেন।

‘বি’ ক্যাটাগরির বেতন এখন প্রায় ৮৩ হাজার পিকেআর,আর ‘সি’ ক্যাটাগরির বেতন ৬২ হাজার পিকেআর বলে জানা গেছে।

কেন এই পরিবর্তন?সম্প্রতি নারী ক্রিকেটারদের জন্য ৩৫,০০০ পিকেআর বেতন প্রস্তাব করায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে পিসিবি। কারণ, এটি পাকিস্তানের একজন অদক্ষ শ্রমিকের ন্যূনতম বেতনের (৩৭,০০০ পিকেআর) চেয়েও কম ছিল। সেই প্রেক্ষাপটেই পিসিবির এই বড় সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

পিসিবি জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য নারী ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, পেশাদারিত্ব বৃদ্ধি এবং ভবিষ্যতের প্রতিভাবান তরুণীদের ক্রিকেটে উৎসাহ দেওয়া।

সামনে বড় চ্যালেঞ্জআগামী ১২ মাসে পাকিস্তান নারী দলের সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট—২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ এবং২০২৬ সালের জুনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এই সময়ের মধ্যেই হোম ও অ্যাওয়ে সিরিজসহ গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে দলটি। তাই নারী দলের কেন্দ্রীয় চুক্তি এবার পারফরম্যান্স ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে।

নারী ক্রিকেটে পিসিবির এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেট সংশ্লিষ্টরা। অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেটারদের চুক্তিতে অন্তর্ভুক্ত করা এবং বেতন বাড়ানো নিঃসন্দেহে পাকিস্তানে নারী ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

ক্রিকেট

তিন সেঞ্চুরিতে রানপাহাড় গড়ল নিউজিল্যান্ড, তৈরি করল বিশ্বরেকর্ড

তিন সেঞ্চুরিতে রানপাহাড় গড়ল নিউজিল্যান্ড, তৈরি করল বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক: বুলাওয়ের মাটিতে টেস্ট ইতিহাসের এক অনন্য রেকর্ড গড়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ...

নাওয়াজ-তালাতের শত রানের জুটিতে শেষ হলো পাকিস্থানের ম্যাচ

নাওয়াজ-তালাতের শত রানের জুটিতে শেষ হলো পাকিস্থানের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই দাপট দেখাল পাকিস্তান। নাওয়াজ ও ...

ফুটবল

জবাবটা ভালো মতই দিলেন হ্যাটট্রিক বয় রোনালদো

জবাবটা ভালো মতই দিলেন হ্যাটট্রিক বয় রোনালদো

নিজস্ব প্রতিবেদক: ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। ...

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট কাটায় বিশ্ব চ্যাম্পিয়ন ...

Scroll to top

রে
Close button