মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
"মার খেয়ে ফিরবেন না, পালটা মারুন": ভোটমঞ্চে ফের আগুন ঝরালেন

নিজস্ব প্রতিবেদক: রাজনীতির মঞ্চে ফের আগুন ঝরালেন বলিউডের ‘ডিসকো ড্যান্সার’ খ্যাত অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আরামবাগে এক রাজনৈতিক সভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে মিঠুন বলেন, "মার খেয়ে বাড়ি ফিরবেন না, পালটা মারুন। পারলে মারবেন।" এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে।
শুক্রবার অনুষ্ঠিত সভায় মিঠুন সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। তিনি বলেন, “এই সরকার দুর্নীতিগ্রস্ত। নারীদের কোনো সুরক্ষা নেই। ভোটার তালিকায় ভুয়া নাম ঢুকিয়ে গণতন্ত্রকে লুট করা হচ্ছে।” মিঠুনের এই মন্তব্যে বিজেপির পক্ষ থেকে রাজ্যে ভোটার যাচাই ও এনআরসি-র ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।
ভুয়া ভোটার ইস্যু তুলে ফের উত্তাপবিহারে নির্বাচন কমিশনের তালিকা সংশোধনের মাধ্যমে বাদ পড়া ৫৬ লাখ ভুয়া ভোটারের প্রসঙ্গ টেনে মিঠুন বলেন, “বাংলাতেও খতিয়ে দেখা দরকার। কে কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে—সব দেখতে হবে।” এই বক্তব্যে স্পষ্ট, ভোটার যাচাইয়ের দাবিকে ঘিরে বিজেপি ফের রাজ্যের রাজনৈতিক ময়দানে উত্তাপ ছড়াতে চাইছে।
পালটা কটাক্ষ তৃণমূলেরতৃণমূলের পক্ষ থেকে পালটা ঘুঁটি সাজিয়ে দলের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু রাজনীতিতে তিনি একজন জোকার। বাংলার মাটির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। একসময় তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য ছিলেন, পরে ইডি-সিবিআইয়ের ভয়ে পদ ছেড়ে পালিয়েছেন।”
ভোটের মুখে সংঘর্ষ ও নিরাপত্তা ইস্যুতে বাড়তি চাপভোট যত ঘনিয়ে আসছে, ততই নিরাপত্তা, এনআরসি, ভুয়া ভোটার এবং রাজনৈতিক হিংসার ইস্যু সামনে এনে নিজেদের পুরোনো আক্রমণাত্মক ছন্দে ফিরেছে বিজেপি। সেই সুরেই মিঠুনের মুখে ‘পালটা মারার’ ভাষা রাজনৈতিক মহলে কাঁপন ধরিয়েছে।
বিশ্লেষণ বলছে:রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারকা প্রভাব কাজে লাগিয়ে জনসংযোগ বাড়ানোই এখন বিজেপির অন্যতম কৌশল। মিঠুন চক্রবর্তীর মুখে এতটা সরাসরি সংঘর্ষমূলক বক্তব্য নির্বাচনী আবহে উত্তেজনা আরও বাড়াতে পারে। এভাবে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও করছেন অনেকে।
- শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইকুয়েডর ও আর্জেন্টিনার ম্যাচ,জেনেনিন ম্যাচের ফলাফল
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, প্রবাসী শ্রমিক নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- অবাক ক্রিকেটবিশ্ব : দেড় দিনেই ৩৫ উইকেট, স্পিনারদের স্বর্গ না কি বাজে পিচ
- আজকের সৌদি রিয়াল রেট (২৬ জুলাই ২০২৫)
- প্রবাসীরা সাবধান : অভিবাসন শর্ত না মানায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত
- অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো পৃথিবী, থাকবে না কোন আলো
- মাত্র ১০ হাজার টাকায় Redmi নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন, এত ফিচার দেখে সবাই অবাক
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার — দেখেনিন বিস্তারিত তালিকা ও নির্দেশনা
- সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে চলে গেলেন প্রবাসী বাংলাদেশী
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট: টাকা পাঠানোর আগে জেনেনিন
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে আসবে ও কলেজে ভর্তি আবেদন করবেন যেভাবে
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৫ জুলাই ২০২৫)
- একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ: সর্বোচ্চ ৮,৫০০ টাকা, ও সর্বনিম্ন মাত্র ১,৫০০
- দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য দারুন সুখবর