মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে কিনা জানালেন এসিসি সভাপতি

এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। অবশেষে অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। তবে বহু প্রতীক্ষিত এই সভায় এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আসন্ন এশিয়া কাপ নিয়ে। ভার্চুয়ালি সভায় অংশ নেয় ভারত, পাশাপাশি শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সভায় উপস্থিত ছিল।
যদিও আয়োজন নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি, তবে এসিসি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচসহ এশিয়া কাপের সার্বিক বিষয় দ্রুতই নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, এটা নিয়ে আমরা বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) সঙ্গে কাজ করছি। আশা করছি, আমরা দ্রুতই এর সমাধান করতে পারব।
এর আগে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, আগামী ৭ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে লিজেন্ডস লিগ ম্যাচ বয়কট করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, আদৌ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না।
এ নিয়ে আশ্বাস দিয়ে নাকভি বলেন, এটা পুরোপুরি এসিসি ও বিসিসিআইয়ের বিষয়। তবে আমি খুবই আশাবাদী, বাকি বিষয়গুলোর মতো এশিয়া কাপ নিয়েও দ্রুতই সিদ্ধান্ত আসবে।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে থাকলেও ভারত চায় না ঘরোয়া মাঠে পাকিস্তানকে স্বাগত জানাতে। ফলে বিকল্প ভেন্যু নিয়েও আলোচনা চলছে, যদিও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও আসেনি।
তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৮ দল নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আর আয়োজক দেশ হিসেবে থাকবে সংযুক্ত আরব আমিরাত। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবির মাঠে।
ক্রিকেটপ্রেমীদের চোখ এখন এসিসি ও বিসিসিআইয়ের দিকেই। ভারত-পাকিস্তান মহারণ হবে কি না, সেই উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।
- শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইকুয়েডর ও আর্জেন্টিনার ম্যাচ,জেনেনিন ম্যাচের ফলাফল
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, প্রবাসী শ্রমিক নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- অবাক ক্রিকেটবিশ্ব : দেড় দিনেই ৩৫ উইকেট, স্পিনারদের স্বর্গ না কি বাজে পিচ
- আজকের সৌদি রিয়াল রেট (২৬ জুলাই ২০২৫)
- প্রবাসীরা সাবধান : অভিবাসন শর্ত না মানায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত
- অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো পৃথিবী, থাকবে না কোন আলো
- মাত্র ১০ হাজার টাকায় Redmi নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন, এত ফিচার দেখে সবাই অবাক
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার — দেখেনিন বিস্তারিত তালিকা ও নির্দেশনা
- সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে চলে গেলেন প্রবাসী বাংলাদেশী
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট: টাকা পাঠানোর আগে জেনেনিন
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে আসবে ও কলেজে ভর্তি আবেদন করবেন যেভাবে
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৫ জুলাই ২০২৫)
- একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ: সর্বোচ্চ ৮,৫০০ টাকা, ও সর্বনিম্ন মাত্র ১,৫০০
- দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য দারুন সুখবর