| ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

বাংলাদেশের ক্রিকেটে রাজনৈতিক টানাপোড়েন, যে কারনে বাতিল হতে পারে এসিসি মিটিং

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জুলাই ২২ ১১:২০:৩৮
বাংলাদেশের ক্রিকেটে রাজনৈতিক টানাপোড়েন, যে কারনে বাতিল হতে পারে এসিসি মিটিং

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পাঁচ তারকা হোটেলে আগামী ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (AGM)। আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরোদমে প্রস্তুতি নিলেও এখন আলোচনা ঘুরছে একটাই প্রশ্নে—ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তান না এলে কি বাতিল হয়ে যাবে সভাটি?

২৫ দেশের মধ্যে ১৬–১৭টির সম্মতি, তবে অনিশ্চয়তায় বড় তিনএজিএমে এসিসির ২৫টি সদস্য দেশের মধ্যে ১৬–১৭টি দেশ ইতিমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছে। ইতোমধ্যে এসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছে গেছে। অনঅ্যারাইভাল ভিসা থেকে শুরু করে অতিথিদের আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন করেছে বিসিবি।

কিন্তু এ বৈঠক ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক জটিলতা। ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম দাবি করছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সভায় অংশ নেবে না। তারা নাকি চাইছিল, সভাটি অন্য কোনো দেশে আয়োজন হোক। সেই প্রস্তাব না মানায় বিসিসিআই ক্ষুব্ধ।

শুধু ভারত নয়, আফগানিস্তান ও শ্রীলঙ্কাও ভাবনায়গুঞ্জন আছে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ডও হয়তো সভা বর্জনের চিন্তায় রয়েছে। শ্রীলঙ্কা বোর্ডের সভাপতি শাম্মি সিলভা অসুস্থ, তবে ভার্চুয়ালি যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আফগানিস্তান থেকে কে বা কারা অংশ নেবেন, সেটাও এখনও অনিশ্চিত।

বিসিবির দায়িত্বশীল অবস্থানএই বিষয়ে বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম স্পষ্ট করে বলেন,

“এসিসির অনুরোধেই আমরা সভা আয়োজন করছি। এটি একান্তই এসিসির সিদ্ধান্ত, বিসিবি এখানে কেবল আয়োজক।”

তিনি আরও জানান, প্রায় তিন সপ্তাহ আগে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসিন নাকভি তাকে সভাটি ঢাকায় আয়োজনের অনুরোধ করেন। তখন চলমান বাংলাদেশ-পাকিস্তান সিরিজ থাকায় কিছুটা দ্বিধা থাকলেও নাকভি বলেন,

“এজিএম চলাকালে সদস্যরা খেলা উপভোগ করতে পারবেন, যা দক্ষিণ এশিয়ার ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা হবে।”

কি হতে পারে পরিণতি?ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিসিসিআই ঢাকার সভা বর্জন করলে তারা সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ থেকেও নাম প্রত্যাহার করতে পারে। আর তা হলে দক্ষিণ এশীয় ক্রিকেটে তৈরি হতে পারে নতুন এক সংকট।

এই পরিস্থিতিতে এসিসি কী সিদ্ধান্ত নেয়, তা নির্ভর করবে আগামী ২৪ জুলাইয়ের বৈঠকের উপস্থিতির ওপর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটে রাজনৈতিক টানাপোড়েন, যে কারনে বাতিল হতে পারে এসিসি মিটিং

বাংলাদেশের ক্রিকেটে রাজনৈতিক টানাপোড়েন, যে কারনে বাতিল হতে পারে এসিসি মিটিং

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পাঁচ তারকা হোটেলে আগামী ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ...

ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান

ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-এর ফাইনাল ঘিরে ক্রিকেট বিশ্বের দৃষ্টি এখন ইংল্যান্ডের লর্ডস ...

ফুটবল

চোট-হার-সমালোচনার আগুনে পুড়ছেন নেইমার, বিস্ফোরণের অপেক্ষায় ফুটবল সম্রাট

চোট-হার-সমালোচনার আগুনে পুড়ছেন নেইমার, বিস্ফোরণের অপেক্ষায় ফুটবল সম্রাট

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়গুলোতে ব্রাজিলিয়ান তারকা নেইমার মানসিক ও শারীরিক চ্যালেঞ্জে পড়লেও তিনি যেন ‘বিস্ফোরণ ...

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চার গোল একাই! সাগরিকার দুরন্ত নৈপুণ্যে উড়ল লাল-সবুজের বিজয় পতাকা। আজ সাফ অনূর্ধ্ব-২০ ...

Scroll to top

রে
Close button