
MD: Maruf Hosen
Senior Reporter
শেষ ওয়ানডে ম্যাচের আগে যা বললেন পারভেজ, স্বীকার করলেন ‘গিল্টি’ হওয়ার কথা

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ বলে ঝড়ো ৬৭ রান করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। কিন্তু সেই ইনিংসকে নিজের কাছে 'অসমাপ্ত' বলেই মনে হচ্ছে তাঁর। ম্যাচের আগের দিন রীতিমতো দুঃখ করে জানালেন, “আমি সেট হয়ে গিয়েছিলাম, উইকেটও ভালো ছিল। তখনই আউট হয়ে যাওয়া একরকম অপরাধ। শতক পাওয়ার সুযোগ ছিল, সেটা হারিয়ে খারাপ লেগেছে।”
পারভেজ বলেন, “আমরা কয়েকজন ভালো শুরু পেয়েও লম্বা ইনিংস খেলতে পারিনি। (তৌহিদ) হৃদয় ভাই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে গেছেন। তাই আমরা কথা বলেছি—ভবিষ্যতে যদি সেট হই, তবে লম্বা ইনিংস খেলাই লক্ষ্য হওয়া উচিত।”
এবার চোখ শেষ ম্যাচে, বড় ইনিংসের প্রত্যাশাপাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডের আগে পারভেজ আত্মবিশ্বাসী—ভালো শুরু পেলে এবার শতকের দিকে এগোতে চান। তিনি বলেন, “এই উইকেট খুব ভালো ব্যাটিংয়ের জন্য। যারা আগে এখানে খেলেছে, সবাই বলেছে উইকেট ভালো হবে। তাই যদি শুরুটা পাই, বড় ইনিংস খেলার চেষ্টা করব।”
তাঁর সাম্প্রতিক ফর্মও বেশ ভালো। মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শতক করে জাতীয় দলে নিজের অবস্থান শক্ত করেছেন। সেই আত্মবিশ্বাসই এবার কাজে লাগাতে চান সিরিজ নির্ধারণী এই ম্যাচে।
হাসারাঙ্গার বলে ছিটকে গেলেন, কিন্তু ভয় পান নাদ্বিতীয় ম্যাচে পারভেজ যেভাবে আউট হন, তা নিয়ে তিনি বলেন, “হাসারাঙ্গা ভালো বোলার, তবে আমাকে খুব একটা সমস্যায় ফেলেনি। ওই বলে আমি লাইন মিস করেছি। সাধারণভাবে লেগস্পিনারদের বিপক্ষে খেলতে আমি স্বচ্ছন্দ।”
তবে তিনি বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের কথাও তুলে আনেন, “রিশাদও ভালো করছে। যদি সুযোগ পায়, তাহলে ভালো করবে—এ নিয়ে আমার আত্মবিশ্বাস আছে।”
সিরিজ জয়ের হাতছানিদ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে সমতা এনেছে। এখন সব চোখ শেষ ম্যাচে। পারভেজ বলেন, “এটা আমাদের জন্য বড় সুযোগ। যদি আগামীকাল জিতি, তাহলে হবে দুর্দান্ত সিরিজ জয়। সবাই আত্মবিশ্বাসী, জয়ের পর আমরা ছন্দে ফিরেছি। কাল জয়ের জন্য সেরা খেলাটা খেলতে চাই।”
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | তৃতীয় ওয়ানডে
ভেন্যু: পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম
সময়: দুপুর ৩টা | সরাসরি: টি স্পোর্টস
পারভেজ কি পারবেন এই ম্যাচে তার প্রথম ওয়ানডে শতক পূরণ করতে?আপনার চোখ থাকুক www.sportshour24.com-এ!
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সিগারেটের বাংলা অর্থ কী, অনেকেই বলতে পারেন না, না জানলে জেনেনিন আপনিও
- হঠাৎ মুস্তাফিজকে নিয়ে যে মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন শ্রীলঙ্কার ক্রিকেটার
- সকালে প্রথমে পানি না ব্রাশ? ৯০% মানুষ এই ভুলটি করে
- অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন
- তবে কি ফিরছেন অবহেলিত টাইগার ক্রিকেটার! সিরিজ নির্ধারণী ম্যাচে চমক বাংলাদেশ দলে
- টি-টোয়েন্টিতে নতুন চমক: বুলবুলের মাস্টারপ্ল্যানে সাইফের পর আরেক চমক
- নির্বাচনে যত শতাংশ ভোট পাবে বিএনপি ও জামায়াত, জরিপে উঠে এলো যে তথ্য
- জানেন এবার এক লাফে কত কমলো ভরি প্রতি স্বর্ণের দাম, বিনিয়োগকারীদের ঘুম হারাম
- সুখবর! এই দুই দেশে যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না
- তুমুল সংঘর্ষে ভারতে পালাল চার হাজার মানুষ
- পেঁয়াজের বাজারে সুখবর
- হিজড়াদের ৩টি জিনিসে ভুলেও হাত দেবেন না
- দেশের ব্যাংক গুলো নিয়ে কঠিন সিদ্ধান্ত, ১২টি গ্রুপে ভাগ করার ঘোষণা দিলো : বাংলাদেশ ব্যাংক
- ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত, অন্য পথ বেছে নিলো টাইগাররা