শুরুতেই ২ উইকেট হারালো বাংলাদেশ, সর্বশেষ স্কোর

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। আর সেই লড়াইয়ে শুরুটা মোটামুটি ভালোই করেছে মেহেদী মিরাজের দল। ১২.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৫ রান, ২ উইকেট হারিয়ে। আগ্রাসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
ইমন ৪২ বল খেলে ৩৯ রান করে অপরাজিত আছেন, মারেন ৪টি চার ও ২টি ছক্কা। শুরু থেকেই ইতিবাচক মনোভাব নিয়ে খেলেছেন তিনি। বিশেষ করে চামিরা ও আসালঙ্কার ওভারে দুর্দান্ত টাইমিংয়ে শট খেলে চাপমুক্ত করেন দলকে। অন্যদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪ রান করে ফেরেন। আসালঙ্কার তুলনামূলক সহজ একটি শর্ট বল মারতে গিয়ে ওয়াইড লং-অনে ক্যাচ দিয়ে উইকেট ছুঁড়ে দেন তিনি। এই উইকেট হারানোর পর কিছুটা ছন্দ হারায় টাইগারদের ইনিংস।
এ মুহূর্তে উইকেটে আছেন তৌহিদ হৃদয়, যিনি শুরু করেছেন সতর্কভাবে। বাংলাদেশ শুরুতে ১০ ওভারে ৬৫ রান তোলে ১ উইকেট হারিয়ে। তবে শান্তর আউটের পর কিছুটা থমকে গেছে রানগতিতে। কেঠারামার এই উইকেট দিনে ভালো থাকলেও সন্ধ্যার দিকে স্পিন সহায়ক হয়ে ওঠে, তাই প্রথম ইনিংসে বড় স্কোর করাই হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, আজকের ম্যাচের একাদশে দুই দলই স্পিন আক্রমণে জোর দিয়েছে। বাংলাদেশ শামীম হোসেন ও তানভীর ইসলামের মতো স্পিনারকে দলে রেখেছে, আর শ্রীলঙ্কা এনেছে ওয়েল্লালাগে ও চামিরাকে। সব মিলিয়ে স্পিনই হতে চলেছে ম্যাচের ফল নির্ধারণকারী বড় ফ্যাক্টর।
টাইগারদের লক্ষ্য এখন হবে পারভেজ ও হৃদয়ের একটি বড় জুটি গড়া, যাতে মাঝের ওভারগুলোয় উইকেট না হারিয়ে শেষ দিকে ঝড় তোলা যায়। প্রথম ইনিংসে ২৭০ রানের কাছাকাছি কোনো স্কোরই হতে পারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো।
সূত্র: www.sportshour24.com
- ওমরা শেষে প্রেমিকের সঙ্গে লাপাত্তা স্ত্রী, হতভম্ব স্বামী
- "বৈধ ভিসা নিয়েও ফিরতে হচ্ছে বাংলাদেশিদের
- পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে এইমাত্র পাওয়া নতুন খবর
- সামনে এলো শেখ হাসিনা-নানক ফোনালাপ, জাতীয় পার্টিকে নিয়ে যা বললেন
- ডাকসু জিএস প্রার্থী মাহিনের এনসিপি থেকে বহিষ্কার, ফেসবুকে দিলেন বিস্ফোরক মন্তব্য
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৯/৮/২০২৫ তারিখ
- লাইভ করছিলেন বিএনপি নেতা, অত:পর ঘটে গেলো অবিশ্বাস্য ঘটনা
- ওমানি মুদ্রার আজকের রেট ( ১৯ আগস্ট )
- ওমানে প্রবাসীদের বাসায় হঠাৎ অভিযান
- “দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা
- মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া
- নেইমারকে ঘিরে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনা: ব্রাজিল স্কোয়াডে বড় প্রত্যাবর্তন
- মধ্যপ্রাচ্যের জেলখানায় প্রতি চার কয়েদির একজন বাংলাদেশি
- আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন
- বুলবুলের সঙ্গে জরুরি সভায় সবার আগে হাজির মুশফিক