তবে কি চলছে গভীর ষড়যন্ত্র, কাঁপছে দেশের ক্রিকেট প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেন সাহিত্যিক ষড়যন্ত্রের মতো উত্তেজনা আর অস্থিরতা এখন নিত্যদিনের সঙ্গী। বোর্ড সভাপতির পদে সদ্য দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুল যেভাবে সংস্কার শুরু করেছিলেন, তাতেই নড়ে উঠেছে একাধিক ‘পুরনো গার্ড’—আর এবার ফাঁস হলো চাঞ্চল্যকর এক ষড়যন্ত্র, যেখানে সরাসরি জড়িয়ে আছে দেশের ক্রিকেট প্রশাসনের অন্যতম প্রভাবশালী ‘খান পরিবার’।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক বিসিবি পরিচালক এবং বোর্ডে বহু বছর ক্ষমতাধর থাকা এক ‘খান’ পরিবারের সদস্য অন্তর্দ্বন্দ্বের বীজ বপন করছেন বোর্ডের ভিতরেই। উদ্দেশ্য একটাই—বুলবুলের নেতৃত্বে গঠিত সংস্কার ও স্বচ্ছতা-ভিত্তিক উদ্যোগ থামিয়ে দিয়ে আবারও পুরনো ‘কন্ট্রোল’ ফিরিয়ে আনা।
কেন বুলবুল রোষানলে?আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েই যেভাবে জাতীয় দলের সাবেক তারকাদের, বিশেষ করে সাকিব আল হাসানসহ সিনিয়রদের বোর্ডের সিদ্ধান্তে সম্পৃক্ত করার উদ্যোগ নেন, তাতে বিরক্ত হন বোর্ডের একাংশ।
বিশেষ করে আকরাম খান ও ফারুক আহমেদের ঘনিষ্ঠ মহল দীর্ঘদিন ধরেই তার সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়।
সূত্র জানায়—
“বুলবুল ভাই দায়িত্ব নিয়েই কিছু সুবিধাভোগী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেন। তারা সেটা নিতে পারেনি। এখন বিভিন্ন উপায়ে বৈঠকে বিভ্রান্তি তৈরি করে তার অবস্থান দুর্বল করার চেষ্টা চলছে।”
এদিকে বিসিবি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, ক্রীড়াঙ্গনে রীতিমতো ঝড় বয়ে গেছে এই তথ্য ফাঁস হওয়ার পর।
সম্ভাব্য ষড়যন্ত্রের পদ্ধতি:
অভ্যন্তরীণ বৈঠকে উদ্দেশ্যমূলক বিতর্ক
মিডিয়ায় নেতিবাচক প্রচার
বোর্ড সদস্যদের মাঝে বিভক্তি তৈরি
এবং পরবর্তী নির্বাচন প্রক্রিয়ায় বুলবুলকে বাদ দেওয়ার প্রস্তুতি
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তীব্র প্রতিক্রিয়া:
“ক্রিকেটার বুলবুল নয়, এখন দরকার প্রশাসক বুলবুল—যিনি বোর্ডের গুণগত পরিবর্তন আনতে পারবেন।”“যারা নিজেদের চেয়ার বাঁচাতে চাইছে, তারা দেশের ক্রিকেট ধ্বংস করছে।”
প্রশ্ন এখন একটাই—
বুলবুল কি পারবে এই ষড়যন্ত্র ঠেকাতে?
বিসিবির সংস্কার কি আবার পুরনো ‘নেতৃত্বের খেলা’য় হারিয়ে যাবে?
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিবি কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে আপডেট পেতে চোখ রাখুন: www.sportshour24.com
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যা বললো ভারত
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- ৮ বিভাগে ৮ দিনে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব
- বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই