দৌড়ে ভারতে ঢুকে পড়ে কোরবানির মহিষ, অতঃপর যা ঘটলো

খাগড়াছড়ির রামগড় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল কোরবানির জন্য কেনা একটি মহিষ। ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে। তবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফের যৌথ উদ্যোগে মহিষটি পুনরায় মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (৯ জুন) মহিষটি কোরবানি করা হয়।
মহিষটির মালিক রামগড় উপজেলার বাগানবাজার এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিন। তিনি কোরবানির জন্য মহিষটি কিনেছিলেন। ঈদের সকালে অসাবধানতাবশত মহিষটি দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধাওয়া করলে আতঙ্কিত হয়ে সেটি ফেনী নদী পার হয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে।
বিষয়টি টের পেয়ে বাগানবাজার বিওপির কমান্ডার বিষয়টি অবহিত করেন ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামকে। বিজিবি সঙ্গে সঙ্গে ভারতের ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। সেদিন সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালিয়েও মহিষটির কোনো সন্ধান মেলেনি।
পরদিন সকালে আবার তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মহিষটি নিজেই নদী পার হয়ে আবার বাংলাদেশের সীমানায় চলে আসে। এরপর বিজিবি ও স্থানীয়দের সহায়তায় মহিষটিকে আটক করা সম্ভব হয়। দুপুর ১২টা ১০ মিনিটে এটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
মহিষ ফেরত পেয়ে নাজিম উদ্দিন বলেন, বিজিবির সহানুভূতি ও আন্তরিকতায় শুধু কোরবানির পশুটিই নয়, আমরা ঈদের পূর্ণ আনন্দ ফিরে পেয়েছি। এটি শুধু একটি পশু ফেরতের ঘটনা নয়, বরং সীমান্তবাসীর প্রতি বিজিবির মানবিকতা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোরবানি মুসলমানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী হিসেবে আমাদের কর্তব্য। বিএসএফের সহযোগিতায় আমরা মহিষটি ফিরিয়ে আনতে পেরেছি।
- ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার! হামজা চৌধুরীর মুখে চাঞ্চল্যকর তথ্য
- যে ৮ প্রকার নারীর সঙ্গে ভুলেও বিছানায় যাবেন না
- হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় ব্যাপক.,,
- অভিমানেই বড় সিদ্ধান্ত! আর ফিরতে চান না মুমিনুল
- আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল ফুটবল
- করোনা বাড়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে আছে যে বিকল্প চিন্তা
- ভিসা নিয়ে চরম দু:সংবাদ
- এইচএসসি পরিক্ষা পেছানো হবে কিনা, যা বলছে শিক্ষা বোর্ডগুলো
- বিমানবন্দর বন্ধ ঘোষণা করলো যে দেশ
- আজকের সৌদি রিয়াল রেট
- পুরুষরা সঙ্গীর কাছে ৬টি সত্য গোপন করেন
- শারীরিক শক্তি বাড়ানোর দারুন কৌশল, যা কাজ করবে দুর্দান্ত
- এক লাখ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে
- একসঙ্গে ৬ বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা
- এই বদঅভ্যাস থাকলে টাকা কখনোই আপনার হাতে থাকবে না