| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

‘আমার মেয়ে তো কিছুই বুঝতো না, তার কী দোষ ছিল’

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জুন ০৬ ০৮:১১:৪২
‘আমার মেয়ে তো কিছুই বুঝতো না, তার কী দোষ ছিল’

চট্টগ্রামের কালুঘাট সেতুর পূর্ব প্রান্তে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় যে তিনজনের প্রাণ গেছে, এর মধ্যে রয়েছে শিশু আয়েশাও। দুই বছর বয়সী আয়েশা বাবা-মায়ের সঙ্গে অটোরিকশায় থাকা অবস্থাতেই প্রাণ হারায়। বিষয়টি মেনে নিতে পারছিলেন না বাবা সাজ্জাদ নূর মিঠু। তার আহাজারীতে ভারী হয়ে উঠছিল পরিবেশ।

নিহত আয়েশা চট্টগ্রামের বোয়ালখালীর মুন্সিপাড়া এলাকার সাজ্জাদুন নূর মিঠু ও জুবাইদা ফেরদৌস দম্পতির সন্তান। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় হাসপাতালের বারান্দায় দাঁড়িয়েই আয়েশার বাবা সাজ্জাদুন নূর মিঠু আহাজারি করতে থাকেন। এ সময় তিনি বলতে থাকেন, ‘ও আমার আয়েশা! তুই কোথায় গেলিরে! আমার মেয়ে তো কিছুই বুঝতো না। তার কী দোষ ছিল? তাকে কেন নিয়ে গেল আল্লাহ।’

এছাড়া দুর্ঘটনার পর আয়েশাকে হাসপাতালে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শিশু আয়েশাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন বাবা। তারা মাথা ফেটে গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্তে লাল হয়ে যাচ্ছে বাবার টি-শার্ট। শিশুটিকে কোলে নিয়ে ছুটতে ছুটতে বাবা সাজ্জাদ ‘আল্লাহু আকবার আল্লাহু আকবর’ বলে জিকির করছিলেন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে মিঠু বলেন, ‘আমরা অটোরিকশায় ছিলাম। এটা একেবারে শেষে ছিল। আমাদের সামনে একটা টেম্পো ছিল। ট্রেনের চালক বারবার হর্ন দিচ্ছিলেন। লাইনম্যান ব্রিজের ওপর চলে আসে। টেম্পোটা ক্রস করে চলে যায়। কিন্তু আমাদের অটোরিকশা আটকে যায়। আমি জানি না এটা কাদের গাফিলতি। তবে কর্তৃপক্ষ এজন্য দায়ী।’

আয়েশার বাবা বলেন, ‘আমার একটাই দাবি, এই সেতুতে আমি আর ট্রেন চলতে দেব না। যদি চলে তবে আমি আমার জীবন দিয়ে দেব। আমি আল্লাহর গজব দিচ্ছি। আমার দুই বছরের বাচ্চা। আমার ৩০ বছর বয়স, আমি গোনাহ করেছি, কিন্তু সে তো নিষ্পাপ।’

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় একটি গাড়ি সেতুর ওপর নষ্ট হয়ে যানজট সৃষ্টি করে। তখন কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পর্যটন এক্সপ্রেস ট্রেনটির চালক লাল সিগন্যাল ও গার্ডের লাল পতাকা উপেক্ষা করে দ্রুতগতিতে কালুরঘাট সেতুতে উঠে পড়ে। এর ফলে অটোরিকশা, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে শিশু আয়েশাসহ মোট তিনজন নিহত ও পাঁচজন আহত হন।

ক্রিকেট

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাইম শেখের আগ্রাসী শুরু, আফিফ ও সোহানের দারুণ জুটি এবং মাহফুজুর রহমান রাব্বির ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button