| ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বিমানবন্দরে ভাইরাল ভিডিওর আসল রহস্য ফাঁস

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জুন ০৫ ০৮:৪৯:৫৭
বিমানবন্দরে ভাইরাল ভিডিওর আসল রহস্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া এক যাত্রীর অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তৈরি হয় চরম আলোড়ন। সেই ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের দাবি, ভিডিওতে প্রকাশিত তথ্য ছিল আংশিক ও বিভ্রান্তিকর, যা জনমনে ভুল বার্তা দিয়েছে।

বুধবার (৪ জুন) রাতে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ জুন দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH-196-এর বোর্ডিং ব্রিজ ৬-এ নিরাপত্তা রাউন্ড চলাকালে মো. তুহিন আলী নামের এক যাত্রী আচরণে অস্বাভাবিকতা দেখান। তিনি উচ্চস্বরে চিৎকার করেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং নিজের পাসপোর্ট, অর্থ ও মালামাল ছুড়ে ফেলেন। এমনকি মা-বাবার সম্পর্কেও অশালীন মন্তব্য করতে থাকেন।

বেবিচক আরও জানায়, মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতিনিধিরা এবং নিরাপত্তা টিম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তুহিন আলী কোনো সহযোগিতা করেননি। উত্তপ্ত পরিস্থিতিতে আশপাশে লোকজন জড়ো হন এবং এর ফলে অন্য একটি ফ্লাইটের স্ক্যানিং কার্যক্রম ব্যাহত হয়।

পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা তাকে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ব্যাগেজ এলাকায় নিয়ে যেতে চাইলেও তিনি তাতে সম্মত হননি। বরং চিৎকার করতে করতে নিজে থেকেই চলে যান বেল্ট এলাকায়। পরে জানা যায়, ওই যাত্রী অতীতেও মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করেছেন বলে জানিয়েছেন তার ভাই ও চাচা। তারা বলেন, বৃষ্টির রাতে তাকে নিতে বিমানবন্দরে আসা সম্ভব নয়।

শেষ পর্যন্ত ভোর ৫টা ৩০ মিনিটে ওই যাত্রী কিছুটা স্বাভাবিক হলে বিমানবন্দর ত্যাগ করেন। পুরো ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা ধৈর্যের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে পরিস্থিতি সামাল দেন বলে দাবি করেছে বেবিচক।

বিজ্ঞপ্তিতে বেবিচক আরও জানায়, ঘটনাটির কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকরভাবে প্রকাশ করা হয়েছে, যা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে পারে। ভবিষ্যতে এমন সংবেদনশীল বিষয় প্রকাশে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়।

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ খবর জানালেন : আকরাম খান

ঘরোয়া ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ খবর জানালেন : আকরাম খান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। যেখানে ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button