| ঢাকা, বুধবার, ২৫ জুন ২০২৫, ১২ আষাঢ় ১৪৩২

বিমানবন্দরে ভাইরাল ভিডিওর আসল রহস্য ফাঁস

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জুন ০৫ ০৮:৪৯:৫৭
বিমানবন্দরে ভাইরাল ভিডিওর আসল রহস্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া এক যাত্রীর অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তৈরি হয় চরম আলোড়ন। সেই ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের দাবি, ভিডিওতে প্রকাশিত তথ্য ছিল আংশিক ও বিভ্রান্তিকর, যা জনমনে ভুল বার্তা দিয়েছে।

বুধবার (৪ জুন) রাতে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ জুন দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH-196-এর বোর্ডিং ব্রিজ ৬-এ নিরাপত্তা রাউন্ড চলাকালে মো. তুহিন আলী নামের এক যাত্রী আচরণে অস্বাভাবিকতা দেখান। তিনি উচ্চস্বরে চিৎকার করেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং নিজের পাসপোর্ট, অর্থ ও মালামাল ছুড়ে ফেলেন। এমনকি মা-বাবার সম্পর্কেও অশালীন মন্তব্য করতে থাকেন।

বেবিচক আরও জানায়, মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতিনিধিরা এবং নিরাপত্তা টিম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তুহিন আলী কোনো সহযোগিতা করেননি। উত্তপ্ত পরিস্থিতিতে আশপাশে লোকজন জড়ো হন এবং এর ফলে অন্য একটি ফ্লাইটের স্ক্যানিং কার্যক্রম ব্যাহত হয়।

পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা তাকে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ব্যাগেজ এলাকায় নিয়ে যেতে চাইলেও তিনি তাতে সম্মত হননি। বরং চিৎকার করতে করতে নিজে থেকেই চলে যান বেল্ট এলাকায়। পরে জানা যায়, ওই যাত্রী অতীতেও মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করেছেন বলে জানিয়েছেন তার ভাই ও চাচা। তারা বলেন, বৃষ্টির রাতে তাকে নিতে বিমানবন্দরে আসা সম্ভব নয়।

শেষ পর্যন্ত ভোর ৫টা ৩০ মিনিটে ওই যাত্রী কিছুটা স্বাভাবিক হলে বিমানবন্দর ত্যাগ করেন। পুরো ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা ধৈর্যের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে পরিস্থিতি সামাল দেন বলে দাবি করেছে বেবিচক।

বিজ্ঞপ্তিতে বেবিচক আরও জানায়, ঘটনাটির কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকরভাবে প্রকাশ করা হয়েছে, যা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে পারে। ভবিষ্যতে এমন সংবেদনশীল বিষয় প্রকাশে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়।

ক্রিকেট

ক্রিকেট বিশ্বে শোকের ছায়া : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

ক্রিকেট বিশ্বে শোকের ছায়া : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক:ভারতের ক্রিকেট ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন, যারা আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও নিজের নিপুণতায় ...

নাজমুল হোসেন শান্তর কপাল খারাপ

নাজমুল হোসেন শান্তর কপাল খারাপ

গল টেস্টের আগেও একবার আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যান্ডেজ নিয়ে পুরো ম্যাচটা খেলেছিলেন ...

ফুটবল

যুক্তরাষ্ট্রের মাটিতে কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে ইরান

যুক্তরাষ্ট্রের মাটিতে কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে ইরান

শুরু করেছিল ইসরায়েল। এরপর তাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের সঙ্গে অঘোষিত যুদ্ধে যুক্তরাষ্ট্রও প্রতিপক্ষ। আন্তর্জাতিক ...

মেসির অবিশ্বাস্য গোল দিয়ে শেষ হলো আজকের ম্যাচ,জেনেনিন ফলাফল

মেসির অবিশ্বাস্য গোল দিয়ে শেষ হলো আজকের ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজের ক্যারিয়ারে ফ্রি-কিকে কম গোল করেননি তিনি। তবে লিওনেল মেসির কাছে এই গোলটা হয়তো একটু ...



রে