হাসপাতালে জ্ঞান ফেরার পর সাকিবের সাথে কি কথা হয়েছিল জানালেন তামিম

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শারীরিকভাবে এখন প্রায় স্বাভাবিক, আর মাত্র এক মাসের মতো সময়ের পর হয়তো সুখবর দিতে পারবেন তার ভক্তদের।
সাক্ষাৎকারে নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তামিম বলেন, “আমি যখন অসুস্থ ছিলাম, তখন অনেকেই আমার খোঁজ নিয়েছে। তবে সবচেয়ে কাছের যারা, তারা সবসময়ই পাশে ছিল। এই সময়টায় বুঝতে পেরেছি, কে আসলেই পাশে থাকে, কে শুধু বাইরে থেকে দেখে মন্তব্য করে।”
বিশেষভাবে তামিম স্মরণ করেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজার সহযোগিতা ও সহানুভূতির কথা। সাকিব প্রসঙ্গে তিনি জানান, যদিও সাকিব সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তবে তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তামিম বলেন, “সাকিবের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি, তবে তিনি আমার স্ত্রীকে ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। এমনকি তার বাবা-মাও আমাকে দেখতে হাসপাতালে এসেছিলেন। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
তামিম আরও বলেন, “আমরা যতই বলি সম্পর্কটা বদলে গেছে, শেষমেশ ক্রিকেট আমাদের একটা বড় ফ্যামিলি। এই সময়টায় সেটা আবারও প্রমাণ হয়েছে। অনেকেই আমার খোঁজ নিয়েছে, পাশে থেকেছে।”
মাশরাফি প্রসঙ্গে তামিম বলেন, “মাশ ভাই আমার খুব কাছের মানুষ। আমি শুনেছি, তিনি আমার অবস্থা শুনে দুই দিন ধরে শুধু কেঁদেছেন। তিনি রেগুলারলি খোঁজ নিয়েছেন আমার। আমাদের সম্পর্ক শুধু ক্রিকেট মাঠেই না, জীবনের বাইরেও অনেক গভীর।”
সবশেষে তামিম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আমরা হয়তো অনেক কিছু বলি বাইরে থেকে, কিন্তু যখন সময় আসে, তখন বোঝা যায় কারা সত্যিকারের আপন।”
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সবুজ, লাল না কালো আঙুর, কোনটিতে বেশি উপকার, জানলে আপনি অবাক হবেন
- হারাম থেকে বাঁচতে কি পালিয়ে বিয়ে করা যাবে, যা বলছে ইসলাম
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স: বাঁচা-মরার ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে