‘হামলার’ বিষয়ে যা বললেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জব্বার

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নামে একটি ভিডিও বুধবার (২১ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নিয়ে ‘হামলার’ একটি পরিস্থিতি তুলে ধরা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
তবে ভিডিওটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বিষয়টিকে ‘ভুয়া’ ও ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন মো. আব্দুল জব্বার। সকাল ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।”
তিনি আরও অনুরোধ জানান, সবাই যেন এসব বিভ্রান্তিকর কনটেন্টে বিশ্বাস না করে এবং তাকে দোয়া ও প্রার্থনায় রাখে। জব্বার বলেন, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছিল।
ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনায় গত ৩১ মার্চ তিনি রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই সময়ও তিনি ফেসবুকে পোস্ট দিয়ে সতর্ক করে দেন, “আমার নাম ও ছবি ব্যবহার করে কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ খোলা হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। সবাইকে অনুরোধ করছি, এসব ফেক অ্যাকাউন্ট ও বিভ্রান্তিকর তথ্য থেকে সাবধান থাকুন।”
এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকেও সামাজিক মাধ্যমে ভুয়া তথ্যের প্রচার বন্ধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।
- বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, ২১ হাজার ভিসা প্রত্যাখ্যান
- পাল্টে গেলো সবকিছু, জেনেনিন ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- যান চলাচল বন্ধ : হাজারো অনুসারীর দখলে এলাকা
- সুখবর : নতুন উপায়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন প্রবাসীরা
- ২৫ যুবককে বিয়ে করে সর্বস্ব লুট -যেভাবে ধরা পড়ল ‘ডাকাত কনে’
- টয়লেটের মধ্যে মোবাইল নিয়ে গোপনে যা করেন মীরা
- আজ থেকে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু,জেনেনিন আরও বিস্তারিত
- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বড় পরিবর্তনের আভাস, শহরে কমতে পারে আসন