| ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

আইপিএল শুরুর আগেই নয়া বিতর্ক শুরু

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ মার্চ ১৯ ১৭:৩২:৩৩
আইপিএল শুরুর আগেই নয়া বিতর্ক শুরু

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আদৌ আগ্রহী ছিলেন বিরাট কোহলি? ২০২১ মরশুমের পর এই তারকা ব্যাটার সিদ্ধান্ত নেন যে তিনি আর আরসিবি ব্রিগেডকে নেতৃত্ব দেবেন না। কিন্তু, ২০২৩ সালে ফাফ ডু প্লেসি চোট পাওয়ার কারণে আরও একবার তাঁকে অধিনায়কের পদে বসানো হয়েছিল। কিন্তু, সেটা অবশ্য মাত্র একটা ম্য়াচের জন্যই।

বিরাট কি আরও একবার আরসিবি অধিনায়ক হতে চেয়েছিলেন?ইতিমধ্যে শোনা যাচ্ছে, বিরাট কোহলি নাকি ক্যাপ্টেন্সি প্রসঙ্গে নিজের মনোভাব কিছুটা হলেও নরম করেছিলেন। অন্তত তেমনটাই দাবি করেছেন তাঁর প্রাক্তন আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্স। মিস্টার ৩৬০ মনে করেন, অধিনায়কত্বের ব্যাপারে কোহলি যথেষ্ট আগ্রহী ছিলেন। এমনকী, বিরাটকে যদি এই প্রস্তাব আরও একবার দেওয়া হত, তাহলে তিনি প্রত্যাখ্যান করতেন না।

একটি ভার্চুয়াল প্রেস মিটে ডিভিলিয়ার্স বললেন, 'এই ব্যাপারটা নিয়ে অ্যান্ডি ফ্লাওয়ার এবং মো বোবাট অনেকদিন ধরেই চিন্তাভাবনা করেছেন। তবে আমার মনে হয়, ওঁরা শেষ পর্যন্ত একজন তরুণ অধিনায়কের উপরে ভরসা রেখেছেন যিনি দলকে জেতানোর জন্য নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। এই ব্যাপারে বিরাটের সঙ্গেও হয়ত ওঁরা কথা বলেছেন। আর খুব স্বাভাবিকভাবে বিরাট এই প্রস্তাবে সায় দিয়েছে। আমার মনে হয় না যে বিরাটকে যদি ক্যাপ্টেন্সির প্রস্তাব দেওয়া হত, তাহলে ও সেটা নাকচ করত। তবে টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটার বিরোধিতা করেনি বিরাট। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।'

কেন রজত পতিদারকেই অধিনায়ক হিসেবে বাছল আরসিবি?সঙ্গে এবিডি আরও যোগ করেছেন, আরসিবি ম্য়ানেজমেন্ট হয়ত গোটা বিষয়টাই নতুন করে সাজাতে চাইছে। কোহলি আর কতদিন আইপিএল খেলবেন, সেই ব্যাপারে কেউই নিশ্চিত নন। আর ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ২০২৭ সালে আইপিএল টুর্নামেন্টের পরবর্তী মেগা অকশন আয়োজন করা হবে। তবে রজত পতিদার আরসিবি-র নয়া অধিনায়ক হওয়ার পর বিরাট যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, তা অবশ্যই দেখার মতো ছিল।

বললেন, 'বিরাটের থেকে যথেষ্ট ম্যাচিওর প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। কারণ ওর আইপিএল কেরিয়ার আপাতত গোধূলি লগ্নে এসে দাঁড়িয়েছে। হয়ত, ফের অধিনায়ক হওয়ার একটা সুপ্ত ইচ্ছে বিরাটের মধ্যে ছিল। কিন্তু, সেই ইচ্ছেটাকে তিনি একেবারে পাত্তা দেননি। আমি মনে করি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভবিষ্যতের কথা মাথায় রেখে বিরাট অবশ্যই একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে।'

ক্রিকেট

“দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা

“দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা

নিজস্ব প্রতিবেদক: দ্য হান্ড্রেডে বাজে শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তরুণ পেসার ...

এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত

এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫-এর জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে বড় চমক দেখা ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি

শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ...

Scroll to top

রে
Close button