| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ঈদের আগে শিক্ষকদের জন্য দু:সংবাদ

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ মার্চ ১৮ ১৭:১৩:৪৮
ঈদের আগে শিক্ষকদের জন্য দু:সংবাদ

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ২৩ মার্চের মধ্যে মার্চ মাসের বেতন-ভাতা পাচ্ছেন। অথচ দেশের প্রায় পাঁচ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতন ঈদের আগে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন স্কুল-কলেজে, যার সংখ্যা প্রায় ৩ লাখ ৯৮ হাজার ১৩২ জন। মাউশি অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়া সম্ভব নয়।

অন্যদিকে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরগুলো চেষ্টা করছে ২৩ মার্চের মধ্যে বেতন-ভাতা ছাড় দেওয়ার। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।

শিক্ষা প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া বলেছেন, “সরকারি কর্মচারীরা যখন ঈদের আগে বেতন পাচ্ছেন, তখন বেসরকারি শিক্ষকরা কেন পাবেন না? এটা চরম বৈষম্য। শিক্ষকরা কি ঈদ করবেন না? তাদের কি পরিবার নেই?”

তিনি আরও বলেন, “বেসরকারি শিক্ষকরা এমনিতেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস পান না। এর সঙ্গে দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এই অবস্থায় একজন শিক্ষক কীভাবে ঈদ করবেন তা ভেবে দেখা উচিত।”

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শাহজাহান জানিয়েছেন, ইএফটিতে বেতন প্রদানের কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে। তাই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন প্রদানে বিলম্ব হয়েছে। তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন দ্রুতই ছাড় করা হবে বলে তিনি জানিয়েছেন।

মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক এইচ. এম. নূরুল ইসলাম বলেছেন, “ঈদ বোনাস, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনসহ তিনটি বিষয় একসঙ্গে হওয়ায় কাজের চাপ বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি মার্চ মাসের বেতন দেওয়ার। তবে শেষ পর্যন্ত সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয়।”

শিক্ষকরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি যদি সমাধান না হয়, তাহলে তারা ঈদ উদযাপন করতে পারবেন না। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button