| ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

বিশাল পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ মার্চ ১২ ১৬:১৭:৫৭
বিশাল পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে আগামী বুধবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচ শুরুর দুই দিন আগেই ব্রাজিলের একাদশ জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।ব্রাজিলিয়ান এই সংবাদমাধ্যমের দাবি, প্রথম একাদশে ৬টি পরিবর্তন এনেছেন দরিভাল জুনিয়র। গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল ব্রাজিল, সেখান থেকে বড় পরিবর্তন এসেছে আর্জেন্টিনা ম্যাচে।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট সামলেছিলেন আলিসন বেকার। কিন্তু মাথায় চোট পেয়ে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন তিনি। বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে গোলকিপার ওয়েভরতনকে। আলিসন ছাড়াও চোটের কারণে আর্কেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না গারসন।

গ্যাব্রিয়েল মাগালাইস ও ব্রুনো গিমারেস কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েন গ্যাব্রিয়েল ও ব্রুনো। বদলি হিসেবে ডিফেন্ডার বেরালদো, মিডফিল্ডার হোয়াও গোমেজ ও এদেরসনকে ডাকেন দরিভাল।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের একাদশে আলিসন, মাগালাইস, গিমারেস ও গারসনের জায়গায় বেন্তো, মুরিল্লো, আন্দ্রে ও জোয়েলিসতনকে খেলাবেন ব্রাজিল কোচ দরিভাল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও আলিসনের জায়গায় গোলপোস্ট সামলেছিলেন বেন্তো।

এই চারজন ছাড়াও কলম্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামা ওয়েসলি ফ্রাঙ্কা ও ম্যানচেস্টার সিটি উইঙ্গার সাভিনিওকে একাদশে খেলাবেন দরিভাল। ভ্যান্ডারসন ও রদ্রিগোর জায়গায় বদলি হিসেবে তারা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন।

ফুটবল

চরম উত্তেজনায় শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ

চরম উত্তেজনায় শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:ফুটবল এমন এক খেলা, যেখানে এক মুহূর্তেই বদলে যেতে পারে সমীকরণ। উরুগুয়ের জমিনে ঠিক ...

নেশন্স লিগ সেমিফাইনালে চার শক্তিশালী দলের লড়াই

নেশন্স লিগ সেমিফাইনালে চার শক্তিশালী দলের লড়াই

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বে চারটি দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ...



রে