| ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

প্রবাসীদের নিয়ে আলোচনা সভা, রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ মার্চ ০৯ ২১:৫৩:৫৭
প্রবাসীদের নিয়ে আলোচনা সভা, রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে লন্ডনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি পরিচালনা করেন আইনজীবী মিছবাহ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

প্রবাসীদের ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ?প্রধান অতিথি ব্যারিস্টার নাজির আহমদ বলেন,???? "দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।"???? "প্রবাসীরা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখেন, কিন্তু তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত।"???? "বিগত ৫৪ বছর ধরে এই বিষয়ে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বাস্তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"

তিনি আরও বলেন,???? "এবার যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা না হয়, তাহলে ভবিষ্যতে আর হবে না।"???? "সকল প্রবাসীদের উচিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ঐক্যবদ্ধভাবে দাবি জানানো।"

আন্তর্জাতিক আন্দোলনের আহ্বানবিশেষ অতিথি সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন,✅ "প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে রাষ্ট্রের টেকসই সংস্কার সম্ভব নয়।"✅ "বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের এখন থেকেই আন্দোলনে নামতে হবে।"

আলোচনায় অংশগ্রহণকারীরাসভায় আরও উপস্থিত ছিলেন:???? সাবেক সেনা কর্মকর্তা আমীন চৌধুরী???? সাংবাদিক হাসনাত চৌধুরী???? সংগঠক মুহাম্মদ জিলানী???? ব্যবসায়ী লিলু মিয়া???? রাজনীতিবিদ সাজিদুর রহমান???? তরুণ সংগঠক রিয়াজ আহমদ

সভার বক্তারা একমত পোষণ করেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা এই দাবির পক্ষে আরও শক্তিশালী জনমত গঠনের আহ্বান জানান।



রে