| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

জাতিসংঘ মহাসচিবের চিঠি: রোহিঙ্গা ইস্যুতে নতুন উদ্যোগ

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৪:৫২:৩৬
জাতিসংঘ মহাসচিবের চিঠি: রোহিঙ্গা ইস্যুতে নতুন উদ্যোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিব চিঠিটি পাঠান বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

চিঠিতে জাতিসংঘ মহাসচিব জানান, আগামী মার্চ মাসে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সফরকালে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করবেন। বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি প্রকাশ এবং ড. ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করতে চান তিনি।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকটের ফলে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর সৃষ্ট প্রভাব এবং রাখাইনের মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে ড. ইউনূসের উদ্বেগের প্রতি সহমত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করা হবে।

তিনি আরও জানান, রোহিঙ্গাদের বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা (আসিয়ান) এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জাতিসংঘ। পাশাপাশি, মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধান এবং রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

চিঠিতে জাতিসংঘ মহাসচিব রাখাইনের জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করবেন বলেও উল্লেখ করেন। এছাড়া, জাতিসংঘ এই ইস্যুকে অগ্রাধিকারভিত্তিতে দেখছে এবং জরুরি ত্রাণ সরবরাহ, ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান।

আসিয়ান সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে গুতেরেস লেখেন, রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা নতুন দৃষ্টি আকর্ষণ করবে এবং দীর্ঘমেয়াদী সমাধানে সহায়ক হবে। তিনি বলেন, আসিয়ানের সদস্য দেশগুলোর পরামর্শের ভিত্তিতে সম্মেলনের সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হবে।

এর আগে, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু সংক্রান্ত বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫। ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরার ...

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

নিজস্ব প্রতিবেদক:ফুটবল দুনিয়ায় আবারো হতাশার খবর দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ...

Scroll to top

রে
Close button