| ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

পলক ভাই আজকে তো হরতাল, জবাবে যা বললেন পলক

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৭:২৬:৩৯
পলক ভাই আজকে তো হরতাল, জবাবে যা বললেন পলক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলায় ১১ মন্ত্রীসহ মোট ১৬ জনকে আদালতে হাজির করা হয়।

আদালত থেকে বের হয়ে প্রিজনভ্যানে ওঠার সময় এক গণমাধ্যমকর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রশ্ন করেন, "পলক ভাই, আজকে তো হরতাল!" জবাবে পলক বলেন, "লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আমরা লড়াই চালাচ্ছি। আইনগত লড়াইও চালাব। ন্যায়ের পথে লড়াই চলবে।"

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি শুনানি হয়।

এদিন আদালতে হাজির হওয়া ১১ জন সাবেক মন্ত্রীর মধ্যে ছিলেন আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডা. দীপু মনি।

এছাড়া অন্য অভিযুক্তদের মধ্যে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এ মামলার পরবর্তী শুনানির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে আদালত সূত্র জানিয়েছে, তদন্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রস্তুতি চলছে।

ফুটবল

চরম উত্তেজনায় শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ

চরম উত্তেজনায় শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:ফুটবল এমন এক খেলা, যেখানে এক মুহূর্তেই বদলে যেতে পারে সমীকরণ। উরুগুয়ের জমিনে ঠিক ...

নেশন্স লিগ সেমিফাইনালে চার শক্তিশালী দলের লড়াই

নেশন্স লিগ সেমিফাইনালে চার শক্তিশালী দলের লড়াই

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বে চারটি দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ...



রে