| ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

মধ্যরাতে দরজায় নক, খুলেই আঁতকে উঠলেন যুবক

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ ফেব্রুয়ারি ১৬ ০৯:২২:১৮
মধ্যরাতে দরজায় নক, খুলেই আঁতকে উঠলেন যুবক

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে দরজায় রহস্যময় টোকা, কাঠে আঁচড়ানোর শব্দ—এরপর ঘুম ভেঙে দরজা খুলতেই যা দেখলেন এক যুবক, তা দেখে যেন হাড় হিম হয়ে গেল!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনে ধীরে ধীরে চাবি ঘুরিয়ে দরজা খুলছেন। কিন্তু দরজা সামান্য খোলার পরই চমকে যান তিনি। সামনে দাঁড়িয়ে টকটকে জ্বলজ্বলে চোখ নিয়ে বিশাল এক বাঘ! মুহূর্তেই ভয়ে দরজা বন্ধ করে দেন তিনি, অল্পের জন্য যেন প্রাণে বেঁচে যান।

‘অ্যামেজিং নেচার’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট হওয়া এই ভিডিও ইতিমধ্যেই দুই কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটি নিয়ে অনেকে আতঙ্কিত, আবার কেউ কেউ মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, "ভাবুন তো, দরজা বন্ধ করার আগেই যদি বাঘটি ঝাঁপিয়ে পড়ত!"

প্রকৃতির এমন ভয়ংকর ও অপ্রত্যাশিত মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়, যা নেটিজেনদের বিস্মিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, গভীর বনাঞ্চলের কাছাকাছি বসবাসকারী মানুষের ক্ষেত্রে এমন ঘটনা বিরল নয়, তবে এটি অবশ্যই ভয়ংকর অভিজ্ঞতা।



রে