| ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ বন্দিকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জানুয়ারি ২৬ ১৭:০৯:৩৮
কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ বন্দিকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো বন্দির মধ্যে এখনো ৭০০ আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ জানুয়াির) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ৭০০ এর মতো বন্দি কারাগার থেকে বের হয়ে গেছেন। তাদের এখনো ধরা যায়নি। বাকিদের কারাগারে রাখা হয়েছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখন থেকে ০৯৬১২০২১৬৯০ এই জরুরি হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দির স্বজনরা এই হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন।’ আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না। তবে যারা এসব করছে তারা ধরাও পড়ছে। আবার যারা ছাড়া চ্ছে তারাও এ ধরনের কাজ করছে। এটা সত্য। আমরা চেষ্টা করছি যেকোনো উপায়ে হোক ছিনতাই-চাঁদাবাজি কমিয়ে আনার জন্য।’

শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের আবার তাড়াতাড়ি ধরে আইনের আওতায় আনা হবে। যেই ধরা পড়বে তাকেই আইনের আওতায় আনা হবে।’

৫ আগস্টের পর অনেক দাগি আসামিকে ক্ষমা করে দেওয়া হলো কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণ ক্ষমায় এখনো কেউ বের হয়নি। জামিন পেয়েছে তারা।’



রে