| ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

ক্যাচ মিসের মহড়া দেখালো রাজশাহী, বিশাল রানের টার্গেট দিলো চিটাগং কিংস

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জানুয়ারি ২০ ২০:১৬:২০
ক্যাচ মিসের মহড়া দেখালো রাজশাহী, বিশাল রানের টার্গেট দিলো চিটাগং কিংস

বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগা বোলারদের তালিকা করলে সম্ভবত তাসকিন আহমেদের নামটাই সবার ওপরে থাকবে। কারণ তাসকিনের বলে যে পরিমাণ ক্যাচ হাত ফস্কেছে ফিল্ডারদের; হলফ করেই বলা যায়, তার ধারেকাছেও কেউ নেই। আজও বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে এর ব্যতিক্রম হলো না। তাসকিনের বলে আজ পড়েছে দুই ক্যাচ, এর মধ্যে একটা আবার চিটাগংয়ের সর্বোচ্চ স্কোরার নাঈম ইসলামের। সব মিলিয়ে রাজশাহীর ফিল্ডাররা ক্যাচ ফেলেছেন চারটি, সেই সুযোগ কাজে লাগিয়ে চিটাগং ২০ ওভারে ৮ উইকেটে তুলেছে ১৯১ রান।

৮ রানের মাথায় আউট ওপেনার উসমান খান। তবে নাঈম ইসলাম-গ্রাহাম ক্লার্ক সেটার প্রভাব দলের ব্যাটিংয়ে আর পড়তে দেননি। অবশ্য ইনিংসের প্রথম ওভারেই আউট হতে পারতেন নাঈম। রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে পয়েন্টে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটার। হাতে জমাতে পারেননি বল সানজামুল। সেই ক্যাচ মিসের পর তাসকিনের দৃষ্টিটাই বলে দিচ্ছিল, এসবের সাথে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই পরিচিত।

বিস্তারিত আসছে…



রে