| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

জেদ্দায় শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম, নিলামে থাকছে বাংলাদেশের ১৩ ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ নভেম্বর ০৬ ০৮:১১:১৯
জেদ্দায় শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম, নিলামে থাকছে বাংলাদেশের ১৩ ক্রিকেটার

২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায়, যা এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বাইরে কোনো শহরে আয়োজন করা হচ্ছে। নিলামটি হবে ২৪ ও ২৫ নভেম্বর, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষ ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। এ বছরের নিলামের জন্য মোট ১,৫৮৪ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে ১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের ১৩ জন খেলোয়াড়ও তালিকায় আছেন।

নিলামের স্থান হিসেবে জেদ্দাকে বেছে নেওয়া বিসিসিআই-এর জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আইপিএলের জনপ্রিয়তা আরও বাড়াবে।

২২ নভেম্বর পার্থে অস্ট্রেলিয়া–ভারতের প্রথম টেস্ট শুরু হবে। এর অর্থ, মেগা নিলাম হবে পার্থ টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন। নিলাম সামনে রেখে ধরে রাখা খেলোয়াড়ের তালিকা জমা দিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে গত ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিসিসিআই। আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে এবার ধরে রেখেছে ৪৬ জন খেলোয়াড়। নিলাম থেকে কেনা যাবে সর্বোচ্চ ২০৪ জন, এর মধ্যে বিদেশি কিনতে হবে ৭০ জন।

আইপিএলের মেগা নিলামে বিদেশি খেলোয়াড়

দেশ খেলোয়াড়

দক্ষিণ আফ্রিকা-----৯১

অস্ট্রেলিয়া---------৭৬

ইংল্যান্ড--------৫২

নিউজিল্যান্ড--------৩৯

ওয়েস্ট ইন্ডিজ--------৩৩

আফগানিস্তান---------২৯

শ্রীলঙ্কা--------২৯

বাংলাদেশ----------১৩

নেদারল্যান্ডস-------১২

যুক্তরাষ্ট্র--------১০

আয়ারল্যান্ড----------৯

জিম্বাবুয়ে-----------৮

কানাডা---------৪

স্কটল্যান্ড------------২

আরব আমিরাত---------১

ইতালি-------------১

নিলামের জন্য বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে—৯১ জন। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে যথাক্রমে ৭৬ ও ৫২ জন। আইসিসি সহযোগী দেশগুলো থেকে ৩০ জন খেলোয়াড় নাম জমা দিয়েছেন। সহযোগী দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস থেকে সর্বোচ্চ ১২ জন, যুক্তরাষ্ট্র থেকে ১০, কানাডার ৪, স্কটল্যান্ডের ২ এবং সংযুক্ত আরব আমিরাত ও ইতালির ১ জন করে থাকছেন।

সাধারণত প্রতি তিন বা চার বছর পরপর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। এবার অবশ্য দুই বছর পরই হচ্ছে সেটি। বড় পরিসরের আগের চারটি (২০১১, ২০১৪, ২০১৮ ও ২০২২) নিলাম ভারতেই হয়েছিল। তবে প্রথমবার সৌদিতে হতে চলায় বিসিসিআইয়ের খরচ অনেক বাড়বে।

সৌদি সরকার বিসিসিআইয়ের সঙ্গে কাজ করার কথা অনেক আগেই জানিয়ে রেখেছিলসৌদি সরকার বিসিসিআইয়ের সঙ্গে কাজ করার কথা অনেক আগেই জানিয়ে রেখেছিলবিসিসিআইতবে সৌদিতে আইপিএল নিলাম আয়োজন করার সবচেয়ে বড় কারণ ক্রিকেটের পেছনে দেশটির বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা। বিসিসিআইয়েরও ইচ্ছা ছিল মধ্যপ্রাচ্যে তাদের কর্মকাণ্ড আরও প্রসারিত করা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। তাই জেদ্দায় আইপিএলের মেগা নিলামে বিসিসিআইকে বাড়তি খরচ করতে হলেও ভবিষ্যতের জন্য তা ফলপ্রসূ হবে বলে মনে করা হচ্ছে।

ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫। ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরার ...

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

নিজস্ব প্রতিবেদক:ফুটবল দুনিয়ায় আবারো হতাশার খবর দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ...

Scroll to top

রে
Close button