| ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

IPL retentions 2025: ক্রিকেট বিশ্বের সেরা ক্রিকেটারকে ছাড়ছে KKR

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ অক্টোবর ৩০ ১৫:১৯:৫২
IPL retentions 2025: ক্রিকেট বিশ্বের সেরা ক্রিকেটারকে ছাড়ছে KKR

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) হয়তো বড় চমক হিসেবে তাদের রিটেনশন তালিকা থেকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে বাদ দিতে পারে বলে গুঞ্জন উঠেছে। এই বছর আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরও কেকেআরের দল পুনর্গঠনের প্রক্রিয়া চলছে, এবং তারা তাদের রিটেনশন তালিকায় পরিবর্তন আনতে পারে। রাসেল বরাবরই কেকেআরের এক নির্ভরযোগ্য খেলোয়াড় এবং আইপিএলের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। তবে পারফরম্যান্সের ওঠানামা, চোট সমস্যা, কিংবা নতুন কৌশলের কারণে কেকেআর হয়তো তাদের দলে তরুণ বা নতুন অলরাউন্ডার যুক্ত করতে চাইছে।

রিটেনশনের চূড়ান্ত সময়সীমা দ্রুত ঘনিয়ে আসার কারণে দলগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাই কেকেআর এবং অন্যান্য দলগুলোর চূড়ান্ত রিটেনশন তালিকা দেখার জন্য আইপিএল ভক্তরা অপেক্ষা করছেন।

সংবাদ সংস্থার খবরে প্রকাশ, কেকেআর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে পারে। বছর ৩৬-এর তারকা আইপিএল মেগা নিলামে নাম লেখাতে পারেন। রাসেল ২০১৪ থেকে কেকেআরের সঙ্গে যুক্ত। কেকেআরের ২০২৪ আইপিএল জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ব্যাট আর বল, উভয়েই বিরাট ভূমিকা পালন করেছেন রাসেল।

যার ফলে, কেকেআরের তৃতীয়বার আইপিএল জয় সহজ হয়েছে। যে কোনও ম্যাচেই ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত ক্ষমতা আছে রাসেলের। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার দীর্ঘ ১০ বছর বাদে কেকেআর ছাড়লেও তাঁর দলের অভাব হবে না।

রাসেলের সতীর্থ সুনীল নারিনকে অবশ্য রিঙ্কু সিং ও হর্ষিত রানার পাশাপাশি রিটেনশনে রাখা প্রায় নিশ্চিত। রাসেলের কেকেআর ত্যাগ আশ্চর্যজনক হবে। কারণ, তিনি দীর্ঘদিন কেকেআরের অনুগত ছিলেন। সংস্থার মালিক এবং কর্তাদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।

কেকেআরের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এবার পরদার আড়ালে অনেক কিছুই হতে যাচ্ছে। শ্রেয়স আইয়ারের ভাগ্যও একটা সুতোয় ঝুলে আছে। কেকেআর অধিনায়ক নতুন রিটেনশন চুক্তি নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে টানা আলোচনা চালাচ্ছেন বলে জানা গেছে।

গত আইপিএলে কেকেআর ২৪.৭৫ কোটিতে মিচেল স্টার্ককে কিনেছিল। আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় স্টার্ক এবার কেকেআরে না-ও থাকতে পারেন। যার ফলে তিনি ফের নিলামে উঠবেন বলেই মনে করা হচ্ছে। কেকেআর কীভাবে রিটেনশন পদ্ধতিকে কাজে লাগায়, সেটাই এখন দেখার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবি নয়, যে শক্তির কাছে আটকে গেলো এই টাইগার ক্রিকেটারের ভাগ্য

বিসিবি নয়, যে শক্তির কাছে আটকে গেলো এই টাইগার ক্রিকেটারের ভাগ্য

বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের জন্য এক অনন্য সুযোগ এসেছে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার। ...

এইমাত্র ঘোষণা করা হলো আইপিএলের মেগা নিলামের চুড়ান্ত তারিখ

এইমাত্র ঘোষণা করা হলো আইপিএলের মেগা নিলামের চুড়ান্ত তারিখ

২০২৫ সালের আইপিএলের রিটেনশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলো মেগা নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা ...

ফুটবল

যে কারনে মার্সেলোকে মাঠ থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন কোচ

যে কারনে মার্সেলোকে মাঠ থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন কোচ

ব্রাজিলিয়ান সিরি আর ক্লাব ফ্লুমিনেন্স ও মার্সেলোর দীর্ঘদিনের সম্পর্ক শেষ হলো পারস্পরিক সমঝোতার মাধ্যমে, যা ...

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখেনিন চূড়ান্ত সময় সূচি

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখেনিন চূড়ান্ত সময় সূচি

আর্জেন্টিনার জন্য এই দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি পয়েন্ট শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি ...



রে