হজ্ব যাত্রীদের দারুন সুখবর, একটি কাজ করলে খরচ কমবে ১ লাখ টাকা

আগামী বছর হজযাত্রীদের জন্য সরকার দুটি নতুন প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে। এসব প্যাকেজের মূল ফোকাস হলো বাড়ির দূরত্বের ভিত্তিতে খরচ নির্ধারণ করা। প্যাকেজে বিশেষ কোনো বাড়তি সুবিধা অন্তর্ভুক্ত করা হবে না, তবে বিমান ভাড়ায় ২৭ হাজার টাকা কমানো হচ্ছে, যা হজযাত্রীদের জন্য খরচ সাশ্রয়ে সহায়ক হবে।
### দুটি হজ প্যাকেজের বিবরণ:1. **সাশ্রয়ী প্যাকেজ:** - **খরচ:** ৪ লাখ ৭৩ হাজার টাকা। - **বাড়ির দূরত্ব:** কাবা শরিফ থেকে ৩ কিলোমিটার (৩ হাজার মিটার) দূরে আজিজিয়া এলাকায় অবস্থান। - **সুবিধা:** এটি একটি সাশ্রয়ী প্যাকেজ হলেও দূরের বাড়ি হওয়ায় হজযাত্রীদের কিছুটা ভোগান্তির শঙ্কা রয়েছে।
2. **অপরিবর্তিত প্যাকেজ:** - **খরচ:** ৫ লাখ ৭০ হাজার টাকা। - **বাড়ির দূরত্ব:** কাবা শরিফ থেকে দেড় কিলোমিটার (১ হাজার ৫০০ মিটার)। - **সুবিধা:** ঘনিষ্ঠ দূরত্ব হলেও খরচ গত বছরের সাধারণ প্যাকেজের মতোই।
### অতিরিক্ত তথ্য:- **খাবার ও কোরবানির খরচ:** দুটি প্যাকেজের মধ্যে এসব খরচ অন্তর্ভুক্ত নেই।- **বিশেষ প্যাকেজ বাতিল:** গত বছর বিশেষ প্যাকেজ সাড়া না পাওয়ায় এবার তা বাতিল করা হয়েছে।- **বিমান ভাড়া হ্রাস:** গত বছরের ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা বিমান ভাড়া এবার কমে ১ লাখ ৬৭ হাজার টাকা করা হয়েছে।
### প্রস্তাবিত প্যাকেজের উদ্দেশ্য:হজ যাত্রীদের জন্য কিছুটা খরচ সাশ্রয় করা এবং প্যাকেজগুলোর মানের সমন্বয় বজায় রাখা।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হয় ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
গত বছর সাধারণ প্যাকেজে মক্কা ও মদিনায় বাড়ির দূরত্ব ছিল দেড় থেকে দুই কিলোমিটার (এক হাজার ৫০০ থেকে ২ হাজার মিটার)। এবার এ সুবিধার প্যাকেজ মূল্য মোটামুটি একই রকম থাকছে। তবে এবার যে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হচ্ছে, সেটার খরচ গত বছরের সাধারণ প্যাকেজের খরচ থেকে এক লাখ ৫ হাজার টাকা কমবে। যদিও প্রায় দ্বিগুণ দূরত্বের বাড়িতে থাকতে হবে, যা হজযাত্রীদের দুর্ভোগের কারণ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ প্রান্তের কিছু খরচ সরকার কমাতে পেরেছে। কিন্তু, টাকার বিপরীতে সৌদি রিয়ালের বিনিময় হার গত বছরের চেয়ে বেশি। গত বছর এক রিয়ালের বিপরীতে ছিল ২৯ টাকা, এবার তা ৩২ টাকা। একই সঙ্গে সৌদি প্রান্তের খরচও অপরিবর্তিত রয়েছে। তাই সুবিধা অপরিবর্তিত রেখে হজের খরচ গত বছরের চেয়ে কমানো কঠিন। কিন্তু নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি। সরকারও খরচ গত বছরের চেয়ে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়ি ভাড়া ছাড়া খরচ কমানোর বড় খাত নেই। বাড়ি ভাড়ার ক্ষেত্রে সুবিধা ছাড় দিয়ে প্যাকেজের খরচ কমানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার জাগো নিউজকে বলেন, ‘আমরা কাল (বুধবার) হজ প্যাকেজ ঘোষণা করবো। একটি প্যাকেজ হবে পৌনে ৫ লাখ টাকার মতো। এ প্যাকেজের বাড়ি দূরে হবে। বাড়ির দূরত্ব তিন কিলোমিটার হতে পারে।’
তিনি বলেন, ‘আরেকটি প্যাকেজের খরচ হবে এক লাখ টাকা বেশি। এ প্যাকেজের বাড়ির দূরত্ব হবে সর্বোচ্চ দেড় কিলোমিটার। এ প্যাকেজের খরচ হবে পৌনে ৬ লাখের মতো। বিমান ভাড়াও আমরা ২৫ হাজার টাকার বেশি কমাতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া এনবিআরের একটা খরচ আছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও একটা ফি নেয়- এই দুটি খরচও আমরা কমাতে পারবো।’
সচিব বলেন, প্রতিটি হজ এজেন্সি প্রত্যেক হজযাত্রীর বিমান টিকিট থেকে তিন হাজার টাকা কমিশন নেয়। তারা সেই টাকা ছাড়ের জন্য এখনো রাজি হয়নি। কাল মিটিংয়ে তাদের আবারও বলা হবে। হজ এজেন্সির দুই পক্ষ থেকেই মালিকদের মিটিংয়ে ডাকা হয়েছে।
‘আমরা যে প্রস্তাব প্রস্তুত করেছি তা নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করবো। সেখানে আলাপ-আলোচনার মাধ্যমে প্যাকেজ চূড়ান্ত হবে’ বলেন ধর্ম সচিব।
আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। আগামী বছরের ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হবে হজ চুক্তি।
আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হচ্ছে। হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
প্রাথমিক নিবন্ধন শুরু হলেও প্যাকেজ ঘোষণা না হওয়ায় সাড়া নেই হজযাত্রীদের। তাই এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের বিপরীতে প্রায় দুই মাসে নয় হাজার ৩০০ জন (মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত) হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সিগারেটের বাংলা অর্থ কী, অনেকেই বলতে পারেন না, না জানলে জেনেনিন আপনিও
- অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন
- সকালে প্রথমে পানি না ব্রাশ? ৯০% মানুষ এই ভুলটি করে
- হঠাৎ মুস্তাফিজকে নিয়ে যে মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন শ্রীলঙ্কার ক্রিকেটার
- তবে কি ফিরছেন অবহেলিত টাইগার ক্রিকেটার! সিরিজ নির্ধারণী ম্যাচে চমক বাংলাদেশ দলে
- টি-টোয়েন্টিতে নতুন চমক: বুলবুলের মাস্টারপ্ল্যানে সাইফের পর আরেক চমক
- নির্বাচনে যত শতাংশ ভোট পাবে বিএনপি ও জামায়াত, জরিপে উঠে এলো যে তথ্য
- সুখবর! এই দুই দেশে যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না
- জানেন এবার এক লাফে কত কমলো ভরি প্রতি স্বর্ণের দাম, বিনিয়োগকারীদের ঘুম হারাম
- তুমুল সংঘর্ষে ভারতে পালাল চার হাজার মানুষ
- হিজড়াদের ৩টি জিনিসে ভুলেও হাত দেবেন না
- পেঁয়াজের বাজারে সুখবর
- দেশের ব্যাংক গুলো নিয়ে কঠিন সিদ্ধান্ত, ১২টি গ্রুপে ভাগ করার ঘোষণা দিলো : বাংলাদেশ ব্যাংক
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ জুলাই ২০২৫)