বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ-পাকিস্তানের মুখোমুখি হচ্ছে, দেখেনিন কে কত রান করলো
কানপুরে দিনের খেলা শেষ করে মাঠ ছাড়ছিলেন রোহিত-মুমিনুলরা। ঠিক তখনই ভুটানের চাংলিমিথাংয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে শিরোপার জন্য লড়ছে বাংলাদেশ ও ভারত।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে তারপর বাংলাদেশ আর খেলার ছন্দ ধরে রাখতে পারে নাই। শেষে ২-০ গোলে ভারতের কাছে পরাজিত হয়ে রার্নাসআপ হয়।
এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। আর টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। জবাবে টসে হেরে ফিল্ডিং করছে পাকিস্তান।
বাংলাদেশের শুরুতে তেমন ভালো কোন পার্টনারশীপ গড়তে পারে নাই। ছোট ছোট পার্টনারশীপ নিয়ে বড় রানের লক্ষে খেলছে বাংলাদেশের মেয়েরা।
শেষ খবর পাওয়া অবদি বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪২ রান ৬ ওভার শেষে। ক্রিজে আছেন সুবহানা ২ রানে, আর জ্যোতি ৬ রানে অপরাজিত।