কঠিন লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচ, দেখেনিন কোন দল চ্যাম্পিয়ন হল
গত মাসে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট জিতেছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে। তবে ফাইনালের প্রথমার্ধে খুব একটা আশা নিয়ে ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। ভারতীয় আক্রমণ প্রতিহত করতে অনেক সময় ব্যয় করতে হয়েছে।
কানপুরে দিনের খেলা শেষ করে মাঠ ছাড়ছিলেন রোহিত-মুমিনুলরা। ঠিক তখনই ভুটানের চাংলিমিথাংয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে শিরোপার জন্য লড়ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।
প্রথমার্ধে বাংলাদেশ-ভারতের খেলা গোল শুন্য ড্র ছিলো। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। সবশেষে তারা বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিন হয়।