ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের খেলা এইমাত্র শেষ হলো, দেখেনিন কোন দল গেল সেমিতে
রেকর্ড ৫ বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। তবে দুই দশকের বেশি বিশ্বকাপ ছুঁতে পারেনি তারা। ষষ্ঠ শিরোপার অপেক্ষা দীর্ঘ হচ্ছে সেলেকাওদের। ফুটবল বিশ্বকাপের পাশাপাশি পাঁচবার ফিফা ফুটসাল বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এখন তিনি হেক্সা পূরণের মিশনে রয়েছেন।
উজবেকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে দশম ফিফা ফুটসাল বিশ্বকাপ। ২৪ দলের এই টুর্নামেন্টে ব্রাজিল 'বি' গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে। কোস্টারিকাকে হারিয়ে শেষ আটে খেলার টিকিট নিশ্চিত করল সেলেকাওরা। আর আজ সন্ধ্যায় মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল।
রোববার (২৯ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এই ম্যাচটি অনুষ্ঠিত হয় উজবেকিস্তানের বুখারাতে। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর উভয় দলই একটি করে গোল করে।
'বি' গ্রুপ থেকে, ব্রাজিল তাদের প্রথম খেলায় কিউবাকে ১০-০, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে ৮-১ এবং থাইল্যান্ডকে তাদের তৃতীয় ও শেষ খেলায় ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আর শেষ ষোলোতে তারা কোস্টারিকাকে ৫-০ গোলে হারিয়েছে।