| ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মিরাজকে এখনও নিজের অধিনায়ক মনে করেন নাজমুল হোসেন শান্ত

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ সেপ্টেম্বর ১৭ ১১:৪১:৪১
মিরাজকে এখনও নিজের অধিনায়ক মনে করেন নাজমুল হোসেন শান্ত

শান্ত মিরাজ যেন আরেক ভাই। একে অপরের সাথে যেভাবে চলাফেরা করে তাতে তাই মনে হয়। শান্ত মিরাজ একসাথে বয়সভিত্তিক দলে খেলছেন। আর মিরাজের অধীনেই শান্ত খেলেছেন। মিরাজের অধীনে অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ দলের হয়ে শান্ত খেলেছেন। মিরাজ তার নিজের জায়গা টা অনেক ভালো করেই তৈরি করে নিয়েছে। আর শান্তও তাই করেছেন। আর এর জন্য অনেক সময় যুদ্ধ করতে হয়েছে তাদের। বয়সভিত্তিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনো মিরাজকেই অধিনায়ক মনে করেন।

বিসিবির হোম অব ক্রিকেট পডকাস্টে সেই গল্প শোনালেন শান্ত, ‘এখানে মজার ব্যাপার হলো যে, আমরা অনূর্ধ্ব-১৫ দল থেকে একসাথে। অনূর্ধ্ব-১৫ দল থেকে মিরাজ কিন্তু আমার অধিনায়ক। আমি এখনো এটা বিশ্বাস করি ও-ই আমার অধিনায়ক। এটা ও জানে।’

শান্তর কথাতে তেমনটাই ওঠে এলো, ‘জিনিসটা হলো, যখন আমরা খেলেছি একসাথে বিষয়টা এমন ছিল না যে ও অধিনায়ক বা আমি অধিনায়ক। ওর কাছে কখনোই মনে হয়নি যে আমি অধিনায়ক। আবার এখন আমি অধিনায়ক, ও নিজেও হয়তো মনে করে না যে আমি অধিনায়ক। ওর যখন মনে হয় যে এটা দলের জন্য ভালো হবে ও আমার কাছে আসে। ও যখন অধিনায়ক ছিল তখন আমি গিয়ে দেখা যেত একটা ফিডব্যাক দিতাম। বোঝাপড়াটা এতো ভালো।’

নিজেদের বোঝাপড়া প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে আছে আমরা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যে বিশ্বকাপটা খেলেছি বা এর আগে যত সিরিজ খেলেছি নির্বাচকদের তখন বলতে শুনেছি, ‘‘এই প্রথম অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে কোনো মনমালিন্য নেই।’’ থাকে না… একটু জেলাসি তো থাকেই। কিন্তু ওই জিনিসটা আমাদের মধ্যে একদমই নেই। আমাদের এতোটাই ভালো বোঝাপড়া ওই সময় থেকে। এখনও আমরা একসঙ্গেই খেলছি।’

মিরাজ নাকি আগেই বুঝেছিলেন তার আগেই অধিনায়ক হবেন শান্ত। সেই গল্প জানিয়ে শান্ত বলেন, ‘আরেকটা মজার বিষয়, জাতীয় দলে আমরা যখন খেলা শুরু করলাম একসাথে, আমি তখন খেলছি-খেলছি না এরকম অবস্থা। আর মিরাজ তখন থিতু হয়েছে। একটা সময়ে ও এসে আমাকে বললো, ‘‘আমার বিশ্বাস তুই আমার আগে বাংলাদেশ দলের অধিনায়ক হবি।’’ ও তখন কেন এটা বলেছে আমার জানা নেই। এরকম বোঝাপড়াটা আমাদের ভেতরে আছে। কে অধিনায়ক, কে অধিনায়ক না সেগুলো আমাদের মধ্যে নেই।’

বিসিবির এই পডকাস্টে মিরাজ জানিয়েছেন যে কারণে শান্তকে এমন কথা বলেছিলেন তিনি। মিরাজ বলেন, ‘আমার সব সময় মনে হয় না…হঠাৎ করে মনে হয়। হঠাৎ করে যখন মনের ভেতর থেকে কিছু একটা আসে তখন আমি আবার মনের ভেতরে এটা রাখতে পারি না। আর যার সম্পর্কে আসে এটা আমি তাকে বলেও দেই। এটা ওকে তাই বলেছিলাম যে, বাংলাদেশ দলে একসাথে খেললে আমার আগে তুই অধিনায়ক হবি।’

ক্রিকেট

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ, যা ...

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট অভিষেকে নেমেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে