‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ড: মৌসুমীর মন্তব্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রতিষ্ঠিত হয়। এই গ্রুপে আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকদের সদস্য হিসেবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি গ্রুপটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে বিভিন্ন শিল্পী ও সাংবাদিকদের প্রতিক্রিয়া এসেছে। কিছু মানুষ নিজেদের গ্রুপের সাথে যুক্ত না থাকার দাবি করেছেন, আবার অনেকে গ্রুপে সদস্য হওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন।
এমতাবস্থায়, চিত্রনায়িকা মৌসুমী একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গ্রুপ কাণ্ড নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “রাজনীতির দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নীচুতার পরিচয় দিয়েছেন, তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার।”
মৌসুমী আরও বলেন, “সাধারণ মানুষ বা শিল্পী যে কেউ রাজনীতির প্রভাব এড়াতে পারেন না। একজন শিল্পী রাজনীতিতে সক্রিয় হবেন কি না, তা তার ব্যক্তিত্ব ও মনস্তত্ত্বের ওপর নির্ভর করে।”
গ্রুপের সদস্যদের মধ্যে ছিলেন: সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, দীপান্বিতা মার্টিন, জাযেদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলীকসহ আরও অনেকেই।