| ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মাত্র ১ টা ভুলের জন্য মাশরাফির রাজনীতি এবং ক্রিকেট ক্যারিয়ার দুটোই নষ্টের মুখে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ সেপ্টেম্বর ০৫ ১২:৩৬:৪৪
মাত্র ১ টা ভুলের জন্য মাশরাফির রাজনীতি এবং ক্রিকেট ক্যারিয়ার দুটোই নষ্টের মুখে

ছাত্র-জনতার আন্দোলনে জাতির সামনে খুলে দিয়েছে সম্ভাবনার বহু দুয়ার। ফ্যাসিস্ট সরকারের আমলে একপ্রকার চুপ থাকতে বাধ্য হওয়া প্রতিভাবানরা এই সুযোগগুলো লুফে নিচ্ছে দুই হাতে। খুব শীঘ্রই তারা হয়ে পড়বে সমাজের নতুন প্রতিষ্ঠিত শ্রেণি। আর পুরনো প্রতিষ্ঠিত অনেকেই ইতিমধ্যে হয়ে পড়েছেন পুরোপুরি ধ্বংস।

বিগত সরকারের আমলে প্রভাবশালী অনেকেই এখন রীতিমতো পালিয়ে বেড়াচ্ছেন। এদের অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের প্রণোদনা পেয়ে জনগণের জন্য সৃষ্টি করছিল ভোগান্তি । তবে কিছু নিরপেক্ষ মানুষও এই প্রেক্ষাপটে ছিল বিদ্যমান। যারা জনগণের কোনো ক্ষতি করেননি বরঞ্চ উপকার করেছেন, তবে নিজেদের নিরাপত্তার স্বার্থে ফ্যাসিস্ট সরকারের সাথে যুক্ত থেকে করেছেন।

মাশরাফি বিন মর্তুজাও সেই নিরপেক্ষ দলেরই অন্তর্ভুক্ত। পুরো আন্দোলন জুড়ে মাশরাফি চুপ ছিলেন। ছাত্রদের যখন বাড়ি থেকে বের করে করে হত্যা করা হচ্ছিল সেই সময়ও নিশ্চুপ তিনি। মাশরাফিকে আমরা চিনি সামান্য অন্যায়তেই যিনি হয়ে পড়েন কাজী নজরুলের বিদ্রোহী কবিতার বিদ্রোহী সত্তা। সে মাশরাফি কেন এত সব কিছু নীরবে সয়ে গেলেন?

ছাত্রদের পাশে দাঁড়ানোর পরিবর্তে অন্য যে কোনো রাজনীতিবিদের মতো গদির পাশে দাঁড়ালেন। ঘড়ির কাটাটা যদি আরেকটু পিছনে নেই, সময়টা তখন ২০১৮ সাল। মাশরাফিকে পছন্দ করেন না এরকম মানুষ সারা দেশে বিরল। মাশরাফি যেন জাতীয় নেতা, সম্মোহনী ব্যক্তিত্বের অধিকারী। সেই বছর আওয়ামী লীগের নমিনেশন নিয়ে রাজনীতির মাঠে পর্দাপন করলেন তিনি।

এবং বেশ ভালো ব্যবধানেই নির্বাচনে জয়লাভ করলেন। ছয় বছর আগের সেই জয়টি আসলেই জয় ছিল তো ? মাশরাফি বিন মর্তুজা যদি স্বতন্ত্র দাঁড়াতেন তাও কি তার হারার কোন সম্ভাবনা ছিল? হয়তো ছিল, তবে সেই সম্ভাবনা অতি ক্ষীণ। এই সম্ভবনা টুকু তিনি চাইলেই নিতে পারতেন, ক্যালকুলেটিভ কিছু রিস্ক জীবনের নেওয়াই লাগে। তবে তিনি নিলেন না।

ফলে সারা দেশব্যাপী অফুরন্ত ভালোবাসা পাওয়া মাশরাফি সেই দিন থেকে হয়ে গেলেন শুধুই আওয়ামী লীগের। নিজের পরিধিটা করে ফেললেন ছোট। যুগে যুগে দেখা গিয়েছে রাজনীতি করে সমাজে পরিবর্তন আনতে হলে প্রতিষ্ঠিত সত্তার বিপক্ষে দাঁড়াতে হয়। পাশের দেশ পাকিস্তান থেকেই অনুপ্রেরণা নিতে পারতেন মাশরাফি।

বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান প্রতিষ্ঠিত রাজনৈতিক সত্তাদের কাছ থেকে অহরহবার মন্ত্রীত্বের প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ২০০৪ সালে তিনি জেনারেল মোশারফ কর্তৃক প্রধান মন্ত্রীত্বের প্রস্তাব পেয়েছিলেন এমন গুঞ্জন রয়েছে। তবুও নিজের লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিপথে যাননি খান সাহেব। তার দলের নাম পাকিস্তান তেহরিক এ ইনসাফ, তেহরিক এ ইনসাফের অর্থ আইনের শাসন প্রতিষ্ঠা।

তার লক্ষ্য ছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যেটি প্রতিষ্ঠিত সত্তাদের সাথে যোগ দিলে কোনক্রমেই সম্ভব নয়। মাশরাফি যেই বছর নড়াইলের এমপি হন ঠিক সেই বছরই সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী রুপে শপথ গ্রহণ করেন খান সাহেব। অথচ তিনি চাইলে আরো আগেই প্রতিষ্ঠিত সত্তার সাহায্যে গদি নিতে পারতেন। তবে সেই ক্ষেত্রে নিজের স্বপ্নকে দিতে হতো বিসর্জন।

তবে ইমরান খান প্রয়োজনে নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত তবুও স্বপ্নের ব্যাপারে করবেন না বিন্দুমাত্র সমঝোতা। রাজনৈতিক ক্ষেত্রে খান সাহেবের দৃষ্টিভঙ্গি ছিল মাশরাফির তুলনায় অনেক বেশি বৃহৎ। ফলে তার ক্ষমতা দরকার ছিল বৃহত্তর পরিসরে। অপরদিকে তুলনামূলক সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মাশরাফি নড়াইলের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করেই সন্তুষ্ট থাকতে চেয়েছেন। তবে দুঃখের বিষয় প্রতিষ্ঠিত সত্তার সাথে থাকায় তার অনেক ক্ষেত্রেই সমঝোতা করতে হয়েছে।

অনেক ক্ষেত্রেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে বিরত থাকতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মাশরাফি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হতেন কিংবা কঠিন সময় ছাত্রদের পাশে দাঁড়াতেন তাহলে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী প্রার্থীদের একজন হতে পারতেন। তবে নিরাপদ থাকার স্বার্থে প্রতিষ্ঠিত সত্তার সাথে হাত মেলানোয় তিনি এখন তাদেরই একজন।

ভবিষ্যতে রাজনীতির অঙ্গনে আর কখনোই সে সবার প্রিয় মাশরাফি রূপে হয়তো দাঁড়াতে পারবেন না। গুঞ্জন রয়েছে, রাজনীতি থেকে পুরোদস্তর সরেও যেতে পারেন বাংলাদেশের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। গুঞ্জনটা কিন্তু একেবারেই ফ্যান্টাস্টিক নয়।

ক্রিকেট

সাকিব আর কতদিন খেলবেন, যা বললেন তামিম

সাকিব আর কতদিন খেলবেন, যা বললেন তামিম

গত বছরও দুজনে একসঙ্গে ড্রেসিংরুমে ছিলেন। বৃহস্পতিবার চেন্নাই টেস্টের প্রথম দিনে দুজনকেই দেখা গেল ভিন্ন ...

অশ্বিনকেও ফেরালেন তাসকিন,ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

অশ্বিনকেও ফেরালেন তাসকিন,ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ অসাধারণ বোলিং দিয়ে ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে আউট করেছেন। তাসকিনের দারুণ ...

ফুটবল

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান কোথায়

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান কোথায়

আন্তর্জাতিক বিরতির পর আবার শুরু হয়েছে ক্লাব ফুটবল। বর্তমানে সবাই ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত। আন্তর্জাতিক ...

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচ

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচ

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) তাসখন্দের হোমো অ্যারেনায় আফগানিস্তানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ ...



রে