চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তামিমকে দলে চেয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
৫ই আগস্ট সরকার পতনের পন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এরপর শুরু হয় আসল খেলা। আসিফ মাহমুদের কিছু পুরনো পোস্ট নতুন করে ভাইরাল হয়, যেখানে তিনি সাকিব ও তামিমকে নিয়ে কথা বলেছেন, তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তামিমকে নিয়ে বর্তমান ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। এই পোস্টটি তিনি করেন ২০২৩ সালের ২৭ সেপটেম্বর। তিনি সেই ফেসবুক পোস্টে লিখেন, 'তামিম ইকবাল চাচার জোরে তামিম ইকবাল হইসে। চাচার জোর থাকলে এমন শতশত তামিম ইকবাল তৈরী হইতো।
তবে এবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ ভিন্ন কথা বলছেন, ‘তামিম ইকবালের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিমকে দলে ফিরিয়ে আনতে তিনি ব্যক্তিগতভাবে কাজ করবেন। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেটকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার জন্য সব রকম চেষ্টা করবেন তিনি।