চুড়ান্ত হলো অলিম্পিক ফুটবলের ফাইনালের দুই দল; দেখে নিন খেলার সময়
প্যারিস অলিম্পিক পুরুষ ফুটবলের ফাইনালে উঠেছে স্পেন ও ফ্রান্স। গতকাল সোমবার (৫ আগস্ট) রাতে সেমিফাইনালে স্পেন ২-১ গোলে মরক্কোকে এবং ফ্রান্স ৩-১ গোলে মিশরকে হারিয়ে ফাইনালে উঠে। শুক্রবার রাত ১০টায় স্বর্ণ জয়ের দৌড়ে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।
তবে ফ্রান্সের বিপক্ষে দারুণ লড়াই করেছিল মিশর। প্রথমার্ধে ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দলকে গোল করতে দেয়নি তারা। এরপর খেলার দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে তাদের মোহাম্মদ সাবের গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলে ৮২তম মিনিট পর্যন্ত এগিয়ে থাকে তারা।
৮৩ মিনিটে সমতা ফেরান জিয়ান ফিলিপ মাতেতা। তবে এর পর পরাজিত হয় মিশর। ৯২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের উমর ফায়েদ। বাকি সময় তারা দশজন খেলোয়াড় নিয়ে খেলে এবং খেলাটি ১-১ গোলে ড্র হয়।
নির্ধারিত সময় খেলার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মাতেতা। আর ১০৮ মিনিট পর মাইকেল ওলিস গোল করে জয় নিশ্চিত করেন।
এদিকে ফ্রান্সের মতো স্পেনও মরক্কোর বিপক্ষে প্রথম গোল করে। ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি পায় মরক্কো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সোফিয়ান রাহিমি। আত্মঘাতী গোলে বিরতিতে যায় মরক্কো।
বিরতির পর ৬৫ মিনিটে স্পেনের ফিরমিন লোপেজ গোল করে সমতা আনেন। ৮৫ মিনিটে জুয়ানলু সানচেজ গোল করে দলকে ২-১ গোলে জয় এনে দেন। দলকে ফাইনালে নিয়ে যান তিনি।