| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

এবার সাকিবের কড়া সমালোচনা করেলেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ আগস্ট ০৩ ১৬:০৭:০০
এবার সাকিবের কড়া সমালোচনা করেলেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক

দিন কয়েক আগে কানাডার গ্লোবাল টি-২০’তে ম্যাচ শেষে এক প্রবাসি দর্শকের তোপের মুখে পড়েন সাকিব। দেশের চলতি অস্থির পরিস্থিতি নিয়ে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক একেবারে নীরব থাকায়, এক দর্শক তাকে কঠিন প্রশ্নের মুখে ফেলেন। জবাবে সাকিব ওই ভক্তকে ‘আপনি দেশের জন্য কী করেছেন’ বলে পাল্টা প্রশ্ন করেন। যা নিয়ে এবার সাকিবের কড়া সমালোচনা করেছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে রফিক বলেন, ‘সাকিবের ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। সে দর্শকককে যে কথা বলেছে, তার জবাবটা বিসিবির দেওয়া উচিৎ। কারণ তাকে দেশের প্রতিনিধি বানিয়ে, পতাকা নিয়ে তাকে বাইরে পাঠানো হয়, সে এ ধরনের কথা বলবে কেন? পাবলিক মাঠে গালি দেয়, আবার জিতলে ঠিকই মাথায় তুলে নাচে। পাবলিক এমনই, এখন তারা সবকিছু বুঝে, তাদের নয়-ছয় বোঝানোর দিন শেষ।’

রফিক আরও বলেন দেশের হয়ে জেতার চেয়ে খেলোয়াড়দের কাছে টাকাই প্রাধান্য পায়, ‘আপনি কী জিতছেন? এশিয়া কাপ, আইসিসির কোনো ট্রফি জিতছেন? আগে বাংলাদেশটা ফিল করতে হবে, পতাকা ফিল করতে হবে। আমি মনে করি এদের মধ্যে ফিলিংস বলতে কিছু নেই। তারা বোঝে শুধু টাকা আর টাকা।’

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব। তার নীরবতা নিয়ে ক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা। সে কারণে সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব। কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন, চলমান এই অস্থিরতায় তিনি নীরব কেন। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এ সময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য তখন ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না সে কথাও জানতে চান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবল যখনই আলোচনায় আসে, লিওনেল মেসির নাম সেখানে অবধারিতভাবেই উঠে আসে। বিশেষ ...

Scroll to top

রে
Close button