| ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সাকিব, তামিম, মাশরাফি যেখানে চুপ সেখানে কোটা সংস্কারে ব্যাপারে মুখ খুললেনঃ তাসরিফ খান

বিনোদন ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ জুলাই ১৭ ০৯:৫৯:৪৫
সাকিব, তামিম, মাশরাফি যেখানে চুপ সেখানে কোটা সংস্কারে ব্যাপারে মুখ খুললেনঃ তাসরিফ খান

কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে সব শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের দাবি মানা না মানায় সোমবার (১৫ জুলাই) আন্দোলন আরও ভয়ংকার রূপ নেয়। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় এরই মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলন আরও বেগবান হয়েছে। ফলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিভিন্ন তারকারা।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে শুরু থেকেই কথা বলে আসছেন ‘কুঁড়েঘর’ গানের দলের তরুণ কণ্ঠশিল্পী তাসরিফ খান। সোমবার (১৫ জুলাই) রাত সোয়া ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কী বুক কাঁপে না? অধিকার চাইল যারা, তারাই বা কী খুব অচেনা? দলের চেয়ে না দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ। এতই অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদেরই হুশ? একটু খানি জিরিয়ে ভাবুন, দোহাই একটু আস্তে মারুন। ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না? মানুষ হয়েই কি লাভ হলো, আজ মানুষ লাগে খুব অচেনা।’

এছাড়া মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাতটায় একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তাসরিফ খান। সেখানে তিনি লেখেন, ‘এক সময় আমরা ছোট ছিলাম। এলাকার সবাই মিলে সারাদিন একসঙ্গে খেলতাম। সন্ধ্যায় কারেন্ট গেলেও দৌড়ে বের হয়ে যেতাম। কোনো একজন খেলার সঙ্গী একবেলা অনুপস্থিত থাকলে আমরা সবাই মিলে বাসায় গিয়ে খোঁজ নিতাম।’

‘কেউ কোনো অসুবিধায় পড়লে বা অসুস্থ থাকলে খুব মন খারাপ হতো, কষ্ট পেতাম। তখন আমরা মানুষ ছিলাম, আমাদের একটা সুন্দর মন ছিল। তখন কোনো আন্দোলন, ছাত্রলীগ-ছাত্রদল, পুলিশ বা ক্ষমতা বুঝতাম না। তারপর একদিন আমরা বড় হয়ে গেলাম। এত বড় হয়ে গেলাম যে, ধর্মের আগে, দলের আগে, আন্দোলনের আগে, ছাত্রলীগ-ছাত্রদল বা পুলিশের আগে আমরা যে মানুষ, সেটাই ভুলে বসলাম।’

সবশেষ তিনি আরও লিখেছেন, ‘আল্লাহর দোহাই লাগে, মানুষ হয়ে মানুষ মারবেন না, হোক সে আন্দোলনকারী, পুলিশ, ছাত্রলীগ বা ছাত্রদল যে ই হোক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিত্রনায়িকা পরীমণি, শবনম বুবলী, পূজা চেরি, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা নিলয় আলমগীর, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, আরএস ফাহিম ও ইফতেখার রাফসান তাদের মতামত তুলে ধরেন ফেসবুক পেজে।

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবল যখনই আলোচনায় আসে, লিওনেল মেসির নাম সেখানে অবধারিতভাবেই উঠে আসে। বিশেষ ...

Scroll to top

রে
Close button