| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

রহস্য ঘেরা উইকেটে নেপাল-বাংলাদেশ চরম দ্বৈরথ, টাইগাররা পারবে তো উত্তীর্ণ হতে

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ জুন ১৬ ২১:০২:৩৭
রহস্য ঘেরা উইকেটে নেপাল-বাংলাদেশ চরম দ্বৈরথ, টাইগাররা পারবে তো উত্তীর্ণ হতে

সেন্ট ভিনসেন্টের উইকেট যেন এক গোলক ধাঁধা। দিনে আলোয় একরকম, আর রাতে ভিন্ন আচরণ। তাই নেপাল ম্যাচকে সামনে রেখে উইকেট পরীক্ষায় দীর্ঘক্ষণ সময় দিয়েছেন বাংলাদেশের কোচিং স্টাফ। বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। মাঠে এসে প্রথমেই ২২ গজের পিচ দেখা নিয়মে পরিণত কোচিং স্টাফের। নিক পোথাস নেতৃত্ব দিলেন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকেই অনুসরণ করলেন। সেন্ট ভিনসেন্টের ২২ গজ গত ক’দিনে আলোচনার ইস্যু। দিনের আলোয় এক আচরণ। রাতে বদলে যায় তার দৃশ্য।

তাই মাঠেই পুরো কোচিং স্টাফের বড়সড় একটা সভা হয়ে গেলো। দূরে থেকেও ধারণা পাওয়া যায় উইকেট কেমন, একাদশ কি হতে পারে সেটাই আলোচনার ইস্যু। কোন পাশে বাউন্ডারির দূরত্ব কত মিটার সেটাও মেপে নিলেন সহকারী কোচ নিক পোথাস। দশ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় খুব বেশি পরীক্ষার সুযোগ মেলেনি এই ভেন্যুর। নেপাল-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ১৪ উইকেটের ১২টি নিয়েছেন স্পিনাররা। একদিন আগের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের ১৩ উইকেটের সাতটা দু’দলের স্পিনাররা নিয়েছে।

দিন-রাতের পার্থক্য হলেও স্পিনারদের আধিপত্যে ব্যবধান নেই। টাইগার পেসার তানজিম হাসান সাকিব বলেন, প্রথম বল করার পরই আসলে বোঝা যাবে পিচের অবস্থা। প্রথম বল করলে বোলাররা অন্যদের ইনফরমেশন দিতে পারবে পিচের আচরণ সম্পর্কে। আমরা উইকেট নিয়ে পজিটিভ চিন্তা করছি। নেপাল কোচ মন্টি দেশাই বলেন, আগের দু’ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে স্পিনাররা ভাল বোলিং করেছে। তবে এই ম্যাচের উইকেট দেখিনি। আশা করি একইরকম হবে। খুব বেশি টার্ন হয় না।

তবে খেলাটা সহজ নয়। দু’দল মুখে স্বীকার না করলেও উইকেট এই মাঠে ব্যবধান গড়ে দিতে পারে। আর তাই রাতের ম্যাচ আর স্পিনারদের আধিপত্যের কারণে একাদশে পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে স্পিনার বাড়তে পারে। শেখ মেহেদী না তানভীর কে ঢুকবেন তা নিয়ে আলোচনা হলেও জাকের আলীর বাদ পড়া নিয়ে দ্বিধা কম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button