চেন্নাইয়ের হারে মুস্তাফিজকে নিয়ে যা বললেন সুজন

শেষ ওভারে জিততে লখনউ সুপার জায়ান্টদের দরকার ছিল ১৭ রান। এমন সমীকরণের মুখোমুখি হয়ে মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন অধিনায়ক রুতুরাজ গায়কওয়াদ। নায়ক হওয়ার সুযোগ পেলেও শেষ পর্যন্ত খলনায়ক হয়ে ওঠেন ফিজ। বাঁ-হাতি পেসার চেন্নাই সুপার কিংসকে নো-বল সহ চারটি বলে ১৯ রান দিয়ে চেন্নাইকে পরাজিত করেন। তবে চেন্নাইয়ের কাছে হারতে ফিজদোষ দেখছেন না খালেদ মাহমুদ সুজন। আবাহনী লিমিটেডের প্রধান কোচ মনে করেন যে কেউ মার্কাস স্টয়নিসের কাছে বল করলেও চেন্নাই হেরে যেত।
লখনউয়ের বিরুদ্ধে বল হাতে লড়েছেন ফিজ নিজের প্রথম ওভারে মাত্র চার রান দিয়ে লোকেশ রাহুলের উইকেট নেন বাঁহাতি পেসার। এরপর তাকে মিডল অর্ডারে বোলিংয়ে আনা হয়। ফিজ দ্বিতীয়টিতে ১২ রাত দিয়েছেন পরের ওভারে ফিজ দেন ১৫ রান। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের এই খেলোয়াড়ের ওপরই আস্থা রেখেছিল চেন্নাই।
ম্যাচ শেষে ৩.৩ ওভারে ৫১ রান দেন ফিজ এছারা দুর্বল ফিল্ডিংয়ের কারণ ছিল। চেন্নাইয়ের হারের জন্য এই বাঁহাতি পেসারকেও দায়ী করছেন অনেকে। তবে সুজন ফিজের দোষারোপ করা সমর্থন করেন না। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, গত ম্যাচের জন্য সবাই ফিজকে দোষারোপ করলেও আমি কোনোভাবেই তাকে দোষারোপ করছি না।
বাংলাদেশের বোলারের এই ধরনের বোলিংয়ে চেন্নাইয়ের হারকে খেলার অংশ হিসেবে দেখছেন সুজন। চেন্নাইয়ের হয়ে মৌসুমের শুরুটা ভালোই করেছে ফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। লখনউয়ের বিপক্ষে শিশিরের কারণে বল ধরতে অসুবিধা হলেও সুজনের প্রীতি ম্যাচে সতর্ক থাকতে হবে ফিজকে।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘ক্রিকেটে এটা খেলার অংশ। তখন স্টইনিস যেভাবে মারছিল আসলে স্বাভাবিক কথাই... যে কোন বোলারের ক্ষেত্রেই এটা করতে পারতো। কিন্তু মুস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে...দারুণ কিছু ম্যাচ জিতিয়েছে, সেটাও মানতে হবে। খেলোয়াড়দের খারাপ দিন, ভালো দিন থাকবেই। উইকেট থাকে, হয়তো যে উইকেটে মুস্তাফিজের স্যুট করেনি বা গ্রিপ করেনি বল, এটা হতেই পারে। কিন্তু মুস্তাফিজকে কেয়ারফুল হতে হবে, যেটা আমার কথা।
‘যখন উইকেট এরকম ফ্ল্যাট থাকবে। তখন তার অস্ত্র প্রয়োজন, ওইখানে তার স্টোক বলটা কি হওয়ার উচিত। কারণ অন্যান্য যে উইকেটে মুস্তাফিজের বল গ্রিপ করবে সেখানে মুস্তাফিজ খুবই ভয়ংকর। কারণ ওর মতো ভয়ংকর বোলার আর কেউ নাই। বা উইকেট যখন বেশি ফ্ল্যাট হয়ে যাবে, তখন ওকেও সেটা এখন থেকেই, অবশ্যই সে এটা চিন্তা করে। নিশচই ওর মাঝে কিছু আছে।’
- অভিনেতা সিদ্দিককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করল ছাত্রদল
- যাদের ওপর কোরবানি ওয়াজিব, জানুন ইসলামী বিধান অনুযায়ী
- নুসরাত-অপু-নিপুণ-জায়েদ—হত্যাচেষ্টা মামলায় যুক্ত ১৭ শোবিজ তারকা
- চিকিৎসা শেষে দেশে আসছেন খালেদা জিয়া, রাজনীতি নিয়ে জল্পনা তুঙ্গে
- সৌদি থেকে নিঃস্ব হয়ে ফিরেছেন শতাধিক প্রবাসী
- ৮ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের
- অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা
- সহজ শর্তে সর্বোচ্চ যত টাকা ঋণ পাওয়ার সুযোগ প্রবাসীদের
- মিরাজের ব্যাটে জ্বলছে টাইগাররা, লিড ১২৬
- পাকিস্তানের এক সিদ্ধান্তেই চরম ক্ষতির মুখে ভারত
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- বেড়েছে আজকের সিঙ্গাপুরের ডলার রেট
- ৯ দাবিতে কোরিয়ান ভিসাপ্রত্যাশীদের মানববন্ধন, বোয়েসেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা