| ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মুস্তাফিজ কে নিয়ে যে বার্তা দিল চেন্নাই

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ এপ্রিল ০২ ০০:২৬:০২
 মুস্তাফিজ কে নিয়ে যে বার্তা দিল চেন্নাই

এবারের আইপিএলে শুরুটা ভালোই হয়েছে মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে আরও দুটি উইকেট তুলে নেয় তারা। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ গোলদাতার মাথায় বেগুনি হ্যাট পরিয়ে দেন বাংলাদেশি খেলোয়াড়।

তার মাথায় তখনও বেগুনি রঙের টুপি। তবে গতকাল বিশাখাপত্তনমে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি মুস্তাফিজ। তিনি গতকাল দিল্লির বিপক্ষে ৪৭ রান খরচায় মাত্র একটি উইকেট নেন। ডেভিড ওয়ার্নারকে আউট করা সে উইকেটটি সব ধরনের টি-টোয়েন্টি মিলে মোস্তাফিজের ক্যারিয়ারের ৩০০তম উইকেট। মাইলফলকের দিনে তাঁর দল চেন্নাই ম্যাচটা হেরে গেছে ২০ রানে।

বল হাতে মোস্তাফিজ বিবর্ণ থাকলেও পার্পল ক্যাপ এখনো বাংলাদেশি পেসারের মাথাতেই আছে। এদিকে মোস্তাফিজের জন্য কালকের ম্যাচটি ছিল ঘরে ফেরার। আইপিএলে গত দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে খেলেছেন তিনি। সেখানে ড্রেসিংরুমে ক্রিকেট পরিচালক হিসেবে পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলীকে। গতকালের ম্যাচের পর সৌরভ গাঙ্গুলীর সঙ্গে মোস্তাফিজের পুনর্মিলন হয়।

দুজনের হাস্যোজ্জ্বল করমর্দনের একটি ফটো শেয়ার করেছে চেন্নাইয়ের ফেসবুক। দাদার সঙ্গে ফিজের হ্যান্ডশেকের ইমোজি দিয়ে ক্যাপশনে চেন্নাই বাংলায় লিখেছে, ‘ভালো থেকো বন্ধু।’ চেন্নাই সুপার কিংসের পেজ থেকে বাংলায় ক্যাপশন দেখে অবাক হওয়ার কিছু নেই। এর আগে সানরাইজার্স হায়দরাবাআদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লির পক্ষ থেকেও মোস্তাফিজকে দলে পাওয়া উপলক্ষ্যে বাংলায় পোস্ট করতে দেখা গেছে।

আর মোস্তাফিজ বাংলাদেশি, অন্যদিকে সৌরভ গাঙ্গুলীও পশ্চিম বাংলার ছেলে। দুইজনই বাঙালি। স্বাভাবিকভাবে দুজনের অধিকাংশ ভক্ত-সমর্থকও বাঙালিই হবে। তাঁদের আকৃষ্ট করতে এমন পোস্ট তো বাংলাতেই লিখবে চেন্নাই। ২০২২ সালে মোস্তাফিজকে দলে টেনেছিল দিল্লি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে প্রথম মৌসুমে ৮ ম্যাচে সমান ৮ উইকেট নিলেও ২০২৩ আইপিএলে খুব একটা সুযোগ পাননি মোস্তাফিজ।

মাত্র ২ ম্যাচে একাদশে জায়গা পেয়ে উইকেট নিয়েছেন একটি। মাঠের চেয়ে বেঞ্চেই সময় বেশি কেটেছে। সে মৌসুমেই দিল্লিতে ক্রিকেট পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন সৌরভ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবল যখনই আলোচনায় আসে, লিওনেল মেসির নাম সেখানে অবধারিতভাবেই উঠে আসে। বিশেষ ...

Scroll to top

রে
Close button