| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নান্নু-বাশারকে বাদ দিয়ে হাতে-নাতে ফল পেল বিসিবি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ মার্চ ১৭ ১০:১৫:১৮
নান্নু-বাশারকে বাদ দিয়ে হাতে-নাতে ফল পেল বিসিবি

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এরই মধ্যে শেষ হয়েছে সিরিজের দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে তিন উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। ফলে সিরিজ ১-১ সমতায়। তাই শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল।

শেষ ম্যাচের আগে নতুন করে দল সাজিয়েছে বিসিবি। চমক কোথায় ছিল? বাদ পড়েছেন দলের অন্যতম নিয়মিত লিটন দাস। তাকে বাদ দেওয়ার অন্যতম কারণ তার সাম্প্রতিক খারাপ পারফরম্যান্স। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে শূন্য রানে আউট হন তিনি। বেশ কয়েকটি ম্যাচে বাজে খেলেছে লিটন। ফলে দল থেকে বাদ পড়েন তিনি।

এই সিদ্ধান্তকে দেশের ক্রীড়া বিশ্লেষকরা সাহসী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। বাংলাদেশ ক্রিকেটে ব্যাপক পরিবর্তনের আভাস দিচ্ছেন এই নির্বাচক প্যানেল। বোঝাই যাচ্ছে বর্তমান নির্বাচক বোর্ডের মেরুদণ্ড খুবই মজবুত। কারণ আগের কমিটি ক্রিকেটারকে কেন বাদ দেওয়া হয়েছে তা সরাসরি বলতে পারেনি বা তাকে বাদ দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণও জানাতে পারেনি।

কিন্তু বর্তমান প্যানেল তার ব্যতিক্রম। লিটনকে বাদ দেয়ার কারণ সরাসরি বলে দিয়েছেন। আবার মুস্তাফিজ খারাপ খেলছে আছে একাদশের বাইরে। এখন দলে একটা প্রতিযোগিতা থাকবে। কেননা সবার জানা যদি খারাপ খেলি দল থেকে বাদ পড়বো। এই কাজটা করতে পারেনি আগের প্যানেল। মাহমুদউল্লাহকে যখন বাদ দেয়া তখন বলা হয়েছিল বিশ্রাম দেয়া হয়েছে। যা ছিল আসলে বাদ দেয়া। মানে তখন বিশ্রামের নামে ক্রিকেটারকে বাদ দেয়া হতো। মুশফিকের ক্ষেত্রেই একই ঘটনা আমরা দেখেছিলাম।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে