| ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

লিটনকে বাদ দিয়ে তিন চমক নিয়ে দল ঘোষণা করলো বিসিবি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ মার্চ ১৬ ১৭:০৭:০৬
লিটনকে বাদ দিয়ে তিন চমক নিয়ে দল ঘোষণা করলো বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডেতে উইকেট নেওয়ার পর দল থেকে বাদ পড়েন লিটন দাস। জাকির আলী অনিক অবশ্য দলে প্রথম সুযোগ পান।

বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। একটি খেলা হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ ছিল। তবে দ্বিতীয় ওয়ানডেতে সমতায় ফেরে শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ খেলা অঘোষিত ফাইনালে পরিণত হয়। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দুই দিন আগে দল ঘোষণা করেন নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রথম দুই ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েন লিটন। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ম্যাচে তিন বলে শূন্য রানে আউট হন তিনি। লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন তিনি। লিটনের বদলে সুযোগ পেলেও জাকের মূলত খেলেন মিডল অর্ডার পজিশনে। তৃতীয় ওয়ানডেতে অন্য ওপেনারদের সুযোগ করে দিতেই বাদ দেয়া হয়েছে তাকে। আর জাকের মিডল অর্ডারের ব্যাটিং গভীরতা বাড়াবে বলেই বিশ্বাস নতুন নির্বাচকের। বিবৃতিতে গাজী আশরাফ বলেন, ‘আমরা বিশ্বাস করি, সিরিজ সমতার মাঝে জাকের আলীর অন্তর্ভূক্তি মিডল অর্ডারে অনেক বিকল্প ও নমনীয়তা তৈরি করবে। লিটনকে বাদ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এবং অন্য দুই সক্ষম ওপেনারের কথা মাথায় রেখে আমরা এ পরিবর্তন এনেছি।’

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে