| ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অবশেষে আউট থেকে নটআউট বিতর্ক নিয়ে যা বললেন সৌম্য

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ মার্চ ০৭ ১০:২৬:২১
অবশেষে আউট থেকে নটআউট বিতর্ক নিয়ে যা বললেন সৌম্য

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আম্পায়ার তাকে আউট দেওয়ার পর সৌম্য সরকার রিভিউ নেন। পরে তৃতীয় রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে সৌম্যকে নো-আউট দেন। তবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের এমন সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হয়েছে।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে। শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোর হয়ে বলে কট আউট হয়ে যান সৌম্য সরকার। আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কানদের ডাকে সাড়া দেন এবং বল উইকেট-রক্ষকের গ্লাভসে যাওয়ার পর আঙুল তোলেন।

সৌম্য সরকার অপর প্রান্তে ব্যাটসম্যান লিটন দাসের কাছ থেকে কথা বলে রিভিউ নেন। তারপর বড় পর্দার দিকে তাকালেন। সেখানে আলট্রা-এজে স্পাইক দেখার পর ড্রেসিংরুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন। লায়ুনে আরেকটি সুযোগ নষ্ট করায় হতাশা। এই হতাশা দ্রুত আনন্দে পরিণত হয়। কারণ আল্ট্রা-এজ বেশি হওয়া সত্ত্বেও টিভি আম্পায়ার মাসুদ রহমান ঘোষণা করেছিলেন যে বল ব্যাটে লাগেনি। তাই পিচ রেফারির সিদ্ধান্ত পরিবর্তন হয়।

আলট্রা-এজে স্পাইক দেখার পরও আউট না দেওয়ার কারণ হিসেবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান বলেছেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক দেখেছেন তিনি। টিভি আম্পায়ারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই তীব্র আপত্তি তুলেছেন লঙ্কান খেলোয়াড়েরা।

ম্যাচ শেষে এ নিয়ে সৌম্য বলেন, ‘যখনই আম্পায়ার আউট দিয়েছে আমি সরাসরি রিভিউ নিয়েছি কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তবা কোনো একটা আওয়াজ আসছিল। হয়ত চেইন বা হেলমেট থেকে। ব্যাটের সাথে গ্যাপ ছিল। আমি যখন চলে আসছিলাম বড় পর্দায় দেখেছিলাম তো বুঝতে পারি নাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম দেখে লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে রিভিউ নেওয়া।’

ইনিংসের শুরুটা দারুণ করলেও এই বিতর্কিত সিদ্ধান্তের পর আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সৌম্য। সবমিলিয়ে ২২ বলে ২৬ রান করেছেন এই ওপেনার। ভালো শুরু পেয়ে আরও একবার ইনিংস বড় করতে না পারার আক্ষেপ তার কণ্ঠে।

তিনি বলেন, ‘যদি শেষ করে আসতে পারতাম বা আরও কিছুটা এগিয়ে দিয়ে আসতে পারতাম আরও ভালো লাগত। শুরুটা ভালো হয়েছিল। একটা ভুল হয়েছিল পরে যেন আর এটা না করি সেই চেষ্টা থাকবে।

ক্রিকেট

“দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা

“দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা

নিজস্ব প্রতিবেদক: দ্য হান্ড্রেডে বাজে শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তরুণ পেসার ...

এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত

এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫-এর জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে বড় চমক দেখা ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি

শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ...

Scroll to top

রে
Close button