| ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

হৃদয়ের কাছে হেরে গেলো খুলনা!

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ ফেব্রুয়ারি ১৪ ২২:৪০:০২
হৃদয়ের কাছে হেরে গেলো খুলনা!

আগে ব্যাটিং করা খুলনা টাইগাররা কেন বেশি রান করতে পারেনি তা নিয়ে ম্যাচের পর আফসোস করতে পারে তাওহীদ হৃদয়। আফসোস করবেন না-ই বা কেন! খুলনার ১৬৪ রান তাড়া করতে নেমে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৩ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান। বল হাতে এবং উইকেট সবই আছে, কিন্তু তাড়া করার মতো কোনো রান নেই। কারণ ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া। খুলনা যদি আরও কিছু রান করত তাহলে এই টুর্নামেন্টে হৃদয় তার দ্বিতীয় সেঞ্চুরি করতে পারত!

আগের তিন ম্যাচেই রানের স্রোত দেখেছে চট্টগ্রামের সবুজ উইকেট। সেই তুলনায় খুলনার ১৬৪ রান তুচ্ছ, গত চার ম্যাচে জয়ী কুমিল্লার কাছে। কিন্তু গুণে দেখা গেল উল্টো চিত্র। সর্বশেষ চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে ওপেনার লিটন দাসকে হারিয়ে চাপে পরে। একই মাঠে গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬০ রান করা কুমিল্লা অধিনায়ক আজ মাত্র দুই রান বাকি রেখে ড্রেসিংরুমে ফিরেছেন।

দলকে বিপদে ফেলেউইল জ্যাকস আগের খেলায় সেঞ্চুরিয়ান, ১৮ রান (১০ বল) নিয়ে বিদায় নেন। পাওয়ার প্লের আগে দুই উদ্বোধনী জুটি হারিয়ে ধাক্কায় পড়ে কুমিল্লা। তবে ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের দৃঢ়তায় সেই ধাক্কা সামলাতে পেরেছে ফ্র্যাঞ্চাইজি। তৃতীয় উইকেট জুটিতে জনসন চার্লসের সাথে মাত্র ১৮ বলে ৪০ রান করেন বছরের প্রথম বিপিএল সেঞ্চুরিয়ান।

দলীয় ৮৪ রানে নাহিদ রানার বলে মিড অফে অ্যালেক্স হেলসেকে ক্যাচ অনুশীলন করিয়ে সাজঘরে ফেরেন চার্লস (৮ বলে ১৩ রান)। উইকেটের পতন ঘটলেও কুমিল্লার রানের গতি কমেনি। তখনো জয় থেকে ৮১ রান দূরে ছিল কুমিল্লা। হাতে ৫১ বল। কিন্তু তাওহীদ হৃদয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে পুরো সময় অপেক্ষা করতে হয়নি।

শুরু থেকেই ঝড় তোলা হৃদয় ফিফটিতে পৌঁছে গেছেন ২৯ বলে, ৪ চার ও ৪ ছক্কায়। শেষ পর্যন্ত লুক উডকে চার মেরে যখন কুমিল্লার জয় নিশ্চিত করলেন হৃদয়, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৪৭ বলে ৭ চার আর ৭ ছক্কায় ৯১ রানের ইনিংস। হৃদয়ের পাশাপাশি জাকের আলীর কথাও বলতে হবে। চতুর্থ উইকেটে ৫৪ বলে ৮৪ রানের জুটিতে হৃদয়ের সঙ্গী জাকের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩১ বলে ৪০ রান করে (২ চার ৩ ছক্কা)।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ওপেনার অ্যালেক্স হেলসকে হারায় খুলনা। আগের ম্যাচে রংপুরের বিপক্ষে ৬০ রান করা ইংলিশ ব্যাটসম্যান আজ মাত্র ২২ রান করেই ফিরেছেন সাজঘরে। এরপর খুলনার রানের চাকা সচল রাখেন এনামুল ও আফিফ হোসেন। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৭ রান যোগ করেন খুলনার স্কোরবোর্ডে। কিন্তু পাঁচ বলের ব্যবধানে আউট দুজনই। এনামুল ১৩ বলে ১৮ রান ও আফিফ ৩৩ বলে ২৯ রান করেছেন।

এরপরই এভিন লুইসের ও মাহমুদুল হাসানের জয়ের আগ্রাসী ব্যাটিংয়ে রানের গতি বাড়তে থাকে খুলনার। চতুর্থ উইকেটের জুটিতে দুজনে মিলে ৩৪ বলে ৫৭ রান তোলেন। দলকে ১২৮ রানে রেখে ম্যাথু ফোর্ডের বলে ক্যাচ দিয়ে আউট হন জয় (২৮ রান)। পরের ওভারে এগিয়ে মারতে গিয়ে স্টাম্পড হয়েছেন ২০ বলে ৩৬ রান করা লুইস।

শেষ দিকে বলার মতো রান করেছেন কেবল ওয়েইন পার্নেল। প্রথমবার বিপিএল খেলতে নেমে ১১ বলে ২০ রান করেছেন ৩৪ বছর বয়সী এ প্রোটিয়া তারকা। খুলনার শেষ চার ব্যাটসম্যান মিলে রান করেছেন মাত্র ৬।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবল যখনই আলোচনায় আসে, লিওনেল মেসির নাম সেখানে অবধারিতভাবেই উঠে আসে। বিশেষ ...

Scroll to top

রে
Close button