অলিম্পিকের বাছাই পর্বে ধুঁকছে আর্জেন্টিনা

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ জাতীয় দল আগামী অলিম্পিক গেমসের বাছাইপর্ব খেলবে। তবে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার চোখও আছে। কারণ এবারের অলিম্পিকেও তাদের দেখা যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে শুরুটা ভালো করতে পারেনি তাদের উত্তরসূরিরা। তবে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর পেরুকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দক্ষিণ আমেরিকায় অলিম্পিকের আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জিতেছে ২-০ গোলে। যা তাদের প্যারিস অলিম্পিকে খেলার আশা জাগিয়েছে।
ভেনেজুয়েলার পলিদেপোর্টিভো মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পেরু। এই ম্যাচ জিতে গ্রুপ ‘বি’র টেবিলের শীর্ষে ওঠে গেছে আর্জেন্টিনা। জাভিয়ের মাসচেরানোর দলের হয়ে গোল করেছেন থিয়েগো আলমাদা ও লুসিয়ানো গোনদু। লাতিন আমেরিকার ম্যাচ মানেই অতিরিক্ত পেশিশক্তির মহড়া। এই ম্যাচেও দু’দলই সেই নজির দেখিয়েছে।
যদিও এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল কিছুটা বিতর্কিত। আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি ও গোল না দেওয়ার সিদ্ধান্ত যায়। ফলে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। একের পর এক ফাউল করেই তাদের ক্ষান্ত থাকতে হয়!
আর্জেন্টিনার হয়ে দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ডেডলক ভাঙেন অধিনায়ক থিয়াগো আলমাদা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। পেরুও এরপর গোল শোধে মরিয়া ওয়ে ওঠে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণে গিয়ে। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে থিয়াগো আলমাদার কাছ থেকে বল পেয়ে দ্বিগুণ লিডে জয় নিশ্চিত করেন গুনদো।
আগের ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর এবার পূর্ণ পয়েন্ট পেল আর্জেন্টিনা। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে তারা শীর্ষে ওঠে গেল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। আসন্ন অলিম্পিকে খেলতে হলে শেষ পর্যন্ত নম্বর ওয়ানেই থাকতে হবে মাসচেরানোর দলকে। সর্বশেষ দুই অলিম্পিকে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনা এবার সোনার পদকের লক্ষ্যে প্যারিসে যেতে চায়। শিরোপার জন্য মরিয়া দলটি এই আসরে মেসি ও ডি মারিয়াকেও পাঠাতে চায় প্যারিসে।
উল্লেখ্য, লাতিন আমেরিকা থেকে দুটি দল উঠবে আসন্ন অলিম্পিকে। সেলক্ষ্যে ১০টি দল ভাগ হয়ে খেলছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে আছে চিলি, পেরু ও উরুগুয়ে।
- কলা কখন খেলে বেশি উপকার, দিনে না রাতে, জানুন বিশেষজ্ঞদের মতামত
- টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটলো এমন বিশ্বরেকর্ড
- জমির খাজনা না দিলে কত বছর পর জমি খাস হয়ে যাবে
- ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার
- সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- কমে গেলো গ্যাস সিলিন্ডারের দাম
- হঠাৎ বাড়ল ব্রয়লার মুরগির দাম
- ভারতে মেসির প্রতিটি ম্যাচের সময়সূচি
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- মাত্র ২ দিন ছুটি নিলেই মিলবে আগস্টে ৫ দিনের লম্বা ছুটি
- ব্রেকিং নিউজ : দেশের সব ব্যাংকে ছুটি ঘোষণা
- ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ; জয়ের জন্য আর মাত্র কয়েকটি রান বাকি
- শাকিব খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য জয়-এর: “দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব ”
- আজকের সোনা ও রুপার দাম জেনেনিন