তালাকের পরে কতো টাকা পাবেন সোনিয়া, সন্তান থাকছে যার কাছে

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বৈবাহিক সম্পর্ক ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। শোয়েব মালিক এই নিয়ে তৃতীয় বিয়েটা সেরে ফেললেন। শোয়েব পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি বিয়ের ছবিও পোস্ট করেছেন। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই একটি জল্পনা শুরু হয়ে গিয়েছে, ডিভোর্সের পর সানিয়া মির্জা শোয়েবের থেকে ঠিক কত টাকা খোরপোশ পেলেন? শোয়েব এবং সানিয়ার মধ্যে ২০২২ সাল থেকেই সম্পর্কের অবনতি হতে শুরু করেছিল। যদিও ডিভোর্স নিয়ে এখনও পর্যন্ত কেউই স্পষ্ট কিছু উল্লেখ করেননি। কিন্তু, শোয়েবের তৃতীয় বিয়ের পর শোনা যাচ্ছে ২০২২ সালেই সানিয়ার সঙ্গে নাকি তাঁর ডিভোর্স হয়ে গিয়েছিল।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১০ সালেই সানিয়া এবং শোয়েব মালিক বিয়ে করেন। সেইসময়ও ব্যাপক ঝামেলা হয়েছিল। শোয়েবের প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকি অভিযোগ করেন যে শোয়েব নাকি তাঁকে ডিভোর্স না দিয়েই সানিয়াকে বিয়ে করতে যাচ্ছিলেন। আয়েশার বক্তব্য ছিল, ২০০২ সালে শোয়েবের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রমাণ হিসেবে তিনি সেই বিয়ের ভিডিয়ো ক্লিপও প্রকাশ্যে এনেছিলেন।
মিডিয়া রিপোর্ট অনুসারে আয়েশা শোয়েবের থেকে শুধুমাত্র ডিভোর্স নিতে চেয়েছিলেন। পরে অবশ্য জানা যায় যে শোয়েব তাঁকে ১৫ কোটি টাকা খোরপোশ দিয়েছিলেন। প্রাথমিকভাবে শোয়েব এই বিয়ের কথা একেবারে অস্বীকার করেন। কিন্তু, সানিয়ার সঙ্গে বিয়ের কয়েকদিন আগেই ২০১০ সালের এপ্রিল মাসে তিনি প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকির থেকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স নিয়ে নেন।
পাকিস্তান ক্রিকেট দলে অন্যতম বড় নাম শোয়েব মালিক। জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওযার পাশাপাশি তিনি দেশে এবং বিদেশে বহু ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটও খেলেন। আর সেকারণেই তাঁকে পাকিস্তানের সবথেকে ধনী ক্রিকেটারদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। সূত্রের খবর, শোয়েবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৩০ কোটি টাকা।
অন্যদিকে সানিয়াও টেনিস জগতে যথেষ্ট সুপরিচিত নাম। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, শোয়েবের প্রথম স্ত্রী'র তুলনায় সানিয়া অনেকটাই বেশি খোরপোশ পেতে পারেন। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
খেলার দুনিয়ায় অন্যতম জনপ্রিয় জুটি হলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। শনিবার তাঁদের বৈবাহিক সম্পর্ক শেষপর্যন্ত ভেঙে গেল। সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়ে দিয়েছেন যে ভারতের এই টেনিস সুন্দরী 'খুলা' আইন মেনে পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ককে 'তালাক' দিয়েছেন। কারণ শোয়েব ইতিমধ্যেই পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁদের পাঁচ বছরের ছেলে ইজহান আপাতত কার কাছে থাকবে? আসুন সেটাই জেনে নেওয়া যাক।
কে পাবে ইজহানের কাস্টডি?
এই ব্যাপারে সকলেই জানেন যে স্বামী-স্ত্রী'র মধ্যে যখন বিবারহ বিচ্ছেদ হয়, তখন তাঁদের সন্তানেরও আইনি পথে কাস্টডি দেওয়া হয়। কিন্তু, এখানে 'খুলা' অনুসারে শোয়েবকে 'তালাক' দিয়েছেন। খুলা আসলে কোনও আইনি প্রক্রিয়া নয়। স্বামী-স্ত্রী নিজেদের ইচ্ছায় আলাদা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই পরিস্থিতিতে স্বামীকে 'মেহর' অর্থাৎ খোরপোশ দিতে বাধ্য হন না। কিন্তু সন্তানের কাস্টডি নিয়ে কী নিয়ম রয়েছে, আসুন সেই ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি।
সন্তানদের ক্ষেত্রে কী কাস্টডি নিয়ম রয়েছে?
হিন্দু ধর্ম অনুসারে, বিবাহ বিচ্ছেদের পর আদালতে কাস্টডি মামলা করা হয়। এই আইনি প্রক্রিয়ার পরই কাস্টডির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন বিচারক। মুসলিম ধর্মে আবার সন্তানের কাস্টডির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে মুসলিম পার্সোনাল ল বোর্ড। কিন্তু, এই আইন অনুসারে সন্তানের বয়স যতক্ষণ না পর্যন্ত ৭ বছর হচ্ছে, ততক্ষণ সে নির্দ্বিধায় মায়ের কাছেই থাকতে পারবে।
এরপর যদি ওই সন্তানের মা বাচ্চার দেখভাল করতে না পারে, সেক্ষেত্রে বাবার কাছে কাস্টডির অধিকার চলে আসে। নয়ত, মায়ের কাছেই সারাজীবন এই অধিকার থাকে। ইনস্টাগ্রামে সানিয়া মাঝেমধ্যেই ইজহানের সঙ্গে ছবি পোস্ট করতে থাকেন। পাশাপাশি শোয়েবও মাঝেমধ্যে ছেলের সঙ্গে ছবি পোস্ট করতেন। মাতর ২-৩ সপ্তাহ আগেই ইজহানের সঙ্গে একটা ছবি পোস্ট করেছিলেন শোয়েব। তারপর তিনি যে আচমকা এমন সিদ্ধান্ত নেবেন, সেটা কেউ কল্পনাও করতে পারেননি।
- আফগান ক্রিকেটে শোকের ছায়া, মারা গেলেন আফগানিস্থানের ক্রিকেটার
- লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও থেমে গেলেন মুল্ডার! কারণ জানলে আপনিও শ্রদ্ধায় নত হবেন…
- সুখবর! এই দুই দেশে যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না
- যাদের সিম বন্ধ হয়ে যাবে: নতুন সিদ্ধান্তে বিপাকে ২৬ লাখ গ্রাহক
- একলাফে কমলো সোনার দাম
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- সৌদিতে কড়াকড়ি! পাসপোর্ট আইন ভাঙলেই জেল-জরিমানা, প্রবাসীদের ফেরত পাঠানো শুরু
- "বিশ্বসেরা বোলার এখন তাসকিন, রাবাদা-হ্যাজলউডকেও ছাড়িয়ে গড়লেন যে রেকর্ড
- ৭-১: গোলের পরাজয় ব্রাজিলের, এটা যেন এক জাতির কান্না
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৮ জুলাই ২০২৫)
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চরম উত্তেজনায় এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার, সিরিজ জয়ের ম্যাচ
- জানেন স্বর্ণ আজ কত দামে বিক্রি হচ্ছে
- সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্টে যাচ্ছে বাংলাদেশের একাদশ, দেখেনিন কে কে আছে দলে
- শেষ ওয়ানডের আগে বড় দুশ্চিন্তা! খেলবেন তো এই টাইগার ক্রিকেটার