| ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

টেস্টের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হারালো পাকিস্তান

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ জানুয়ারি ১৭ ১০:৫২:০৩
টেস্টের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হারালো পাকিস্তান

ফিন অ্যালেনের ১৩৭ রানের ইনিংসের পরে, গেমের স্ক্রিপ্ট লেখা হয়েছিল। ডানেডিনে সিরিজ হারবে পাকিস্তান প্রায় নিশ্চিত। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান দুর্বল দল নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তারা তিনবার ফাইনাল এবং তিনবার সেমিফাইনাল খেলেছে। প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি।

তবে দিনটা ছিল ফিন অ্যালেনের। এক ইনিংসেই করেছেন ৩ রেকর্ড। এমন ম্যাচে তার হেরে যাওয়া হয়ত মানায় না। সেই তাড়না থেকেই দারুণ বোলিং প্রদর্শনী দেখালো নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে রানে ফেরা বাবর আজমই যা প্রতিরোধ দেখালেন। আগের দুই ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা দেখালেও, এবার সেটাও পারা হয়নি পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হেরেছে ৪৫ রানে।

শুরু থেকেই পাকিস্তানকে খুব একটা স্বচ্ছন্দ্যে খেলতে দেখা যায়নি। সাইম আইয়ুব পারেননি নিজের স্বভাবসুলভ বিধ্বংসী ইনিংস খেলতে। ১৩ বলে ১০ রান করেই টিম সাউদির বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। রিজওয়ান এবং বাবর খানিক প্রতিরোধের চেষ্টা চালিয়েছেন। তবে সেটা ২২৪ রান তাড়া করার মত যথেষ্ট ছিল না। প্রয়োজনের তুলনায় ধীরগতির রানের কারণে পরে ম্যাচও হেরেছে তারা।

ব্যক্তিগত ২৪ আর দলীয় ৬২ রানে রিজওয়ান ফিরে গেলে আরও খানিকটা ধাক্কা খায় পাকিস্তান। থিতু হতে পারেননি ফখর জামানও। ১০০ রানের আগেই তিন হার্ডহিটারকে হারিয়ে বিপদেই পড়ে যায় ম্যান ইন গ্রিনরা।

আজম খান ৭ বলে ১০ রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়েছেন। রানআউটে ফিরে যান ইফতিখার আহমেদ। পাকিস্তানের হার তখন সময়ের ব্যাপার। আসা যাওয়ার এই মিছিলেই অবিচল ছিলেন বাবর আজম। দীর্ঘদিনের রানখরা কাটিয়েছেন এই সিরিজে এসে। তৃতীয় ম্যাচে দলের আর সবাই যখন ব্যর্থ, তখন সাবেক এই অধিনায়কই খেলেছেন ৫০ রানের ইনিংস।

যদিও সেটা খুব বেশি বড় হয়নি। ফিফটির পরেই আউট হন বাবর। ইশ সোধির বলে বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ নেন গ্লেন ফিলিপ্স। পাকিস্তানের হয়ে এরপর ব্যবধান কমিয়েছেন মোহাম্মদ নাওয়াজ এবং শাহিন আফ্রিদি। দুজনের ৪০ রানের জুটি দেশের হয়য়ে সপ্তম উইকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জুটি। নির্ধারিত সময়ে পাকিস্তানের স্কোর থামে ১৭৯ রানে। ম্যাচটা তারা হারে ৪৫ রানে।

এর আগে ব্যাট করতে নেমে এক ফিন অ্যালেনের কাছেই উড়ে গিয়েছে পাকিস্তানের বোলিং লাইনআপ। কেন উইলিয়ামসনের বদলি নেমে ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছেন এই ওপেনিং ব্যাটার। মারকুটে ব্যাটার হিসেবে স্বীকৃতি আগেই ছিল। এদিন যেন ছাড়িয়ে গেলেন সব মাত্রা। ৬২ বলে করলেন ১৩৭ রান। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ১৬ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন।

পুরো সিরিজেই পাকিস্তানের বোলারদের নাভিশ্বাস তুলেছে কিউই ব্যাটাররা। ব্যতিক্রম হয়নি এদিনও। শুরু থেকেই চড়াও হয়েছেন অ্যালেন। ডেভন কনওয়ে শুরুতেই ফিরে গেলেও দলের স্কোর বাড়াতে থাকেন তিনি। টিম সেইফির্টের সঙ্গে গড়া ১২৫ রানের জুটিতে একাই নিয়েছেন ৮৩ রান। ৩৭ বলে করেছেন শতক। তার ওই এক ইনিংসে ভর করেই ডানেডিনে পাকিস্তানের বিপক্ষে ২২৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মাঠেই প্রতিপক্ষকে বল ছুঁড়ে আঘাত, আইসিসির কড়া শাস্তির মুখে পেসার

মাঠেই প্রতিপক্ষকে বল ছুঁড়ে আঘাত, আইসিসির কড়া শাস্তির মুখে পেসার

নিজস্ব প্রতিবেদক: মাঠের লড়াইকে ব্যক্তিগত ক্ষোভে পরিণত করায় চরম মূল্য দিতে হলো জিম্বাবুয়ের পেসার কুন্ডাই ...

ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল

ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনক পরাজয়ের পর অবশেষে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হলেন ...

ফুটবল

আবারও দেখা যাবে মেসি-রোনালদো লড়াই, সৌদির মাঠে জমছে নতুন ‘এল ক্লাসিকো’

আবারও দেখা যাবে মেসি-রোনালদো লড়াই, সৌদির মাঠে জমছে নতুন ‘এল ক্লাসিকো’

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ—লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো। এক সময় ইউরোপিয়ান ...

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক:নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে প্রথমার্ধেই যা দেখিয়েছে বাংলাদেশ, সেটাই যথেষ্ট ছিল তুর্কমেনিস্তানকে ...



রে