বিপিএল দিয়ে আমারও জাতীয় দলে জায়গা পেতে চান আল আমিন

যখন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলাম, দলে একজন বোলার থাকা সত্ত্বেও আমি খেলেছি: বিপিএলের দশম আসরে চিটাগং চ্যালেঞ্জার্সের জার্সিতে প্রশিক্ষণ নেওয়া আল আমিন হোসেন এভাবেই হতাশা প্রকাশ করেছিলেন। জাতীয় দল থেকে বাদ। তবে এ নিয়ে খুব একটা আক্ষেপ নেই আল আমিনের। আগামী বিপিএলে ভালো করলেও জাতীয় দলে সুযোগ দেখছেন এই পেসার।
বিপিএলের দশম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে দেখা যাবে আল আমিনকে। দশম আসরকে বেশ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন এই পেসার, ‘এই বিপিএলটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং। কারণ সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে এবং এই ফরম্যাটে আমার রেকর্ড অনেক ভালো। আমি দুই থেকে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। আমি বাংলাদেশের হয়ে ৪৪টি উইকেট পেয়েছি, ইকোনমিক ভালো। সুতরাং আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের দলটাও খুব ভালো। লড়াই করার মতো একটা দল। এখানে যদি আমি ভালো করি তাহলে আমার জন্য ও দলের জন্য লাভ হবে। এখানে ভালো করলে টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা সুযোগ আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি।’
বর্তমানে বাংলাদেশ দলে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানদের মতো পেসার। তানজিম হাসান সাকিবসহ বেশকিছু তরুণ বোলার আছেন পাইপলাইনে। এসবের ভীড়ে অনেকটাই আড়ালে আল আমিন। এবারের বিপিএলে সেরা পারফরম্যান্স করে আবারও নির্বাচকদের চোখে আসতে চান তিনি।
এ বিষয়ে আল আমিন বলেন, ‘হ্যাঁ, এটা তো অবশ্যই (বাড়তি কিছু করে দেখানো)। কেননা টি-টোয়েন্টির দরজা সবসময়ই খোলা। নির্বাচক যারাই আছে বা যারা এই দায়িত্বে আছে তাদের মন্তব্য শুনে এটাই মনে হয় যে টি-টোয়েন্টিতে কেউ ফিক্সড না। বাংলাদেশ দলও খুব একটা ভালো খেলছে না। টি-টোয়েন্টিতে ভেরিয়েশনের একটা বিষয় থাকে, এদিক দিয়ে এগিয়ে থাকব। আমার মনে হয়, যদি আমি ভালো করি, সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হই তখন আপনারা (সাংবাদিক) বলতে পারবেন যে কেন আমাকে নেওয়া হচ্ছে না। সবমিলিয়ে আমার জন্য বড় চ্যালেঞ্জ।’
একই সঙ্গে বাংলাদেশ দলে বর্তমান খেলছেন এসব পেসারদের প্রশংসাও করেন আল আমিন, ‘এখন প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের যারা পেসার আছে তারা অনেক ভালো করছে। এখন আমি যদি চিন্তা করি ওরা ভালো করছে বলে আমি যদি বসে থাকি তাহলে আমি ওদের চেয়ে পিছিয়ে যাব। আমাকেও ওদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।’
কাগজে-কলমে খুব একটা ভালো দল সাজাতে পারেনি চট্টগ্রাম। আল আমিন মনে করেন দেশি ক্রিকেটাররা সব দলে প্রায় সমান। প্রার্থক্য গড়ে দেবে বিদেশিরা, ‘আমার মনে হচ্ছে আমাদের দলের সবাই বেশ ভালো ক্রিকেটার। আমি মনে করি টি-টোয়েন্টি একদিনের খেলা, যে দল ভালো করবে সে দল এগিয়ে থাকবে। আমাদের যারা দেশি ক্রিকেটার আছে তারা মোটামুটি ১৯-২০। এক্ষেত্রে যাদের বিদেশি ক্রিকেটার বেশি থাকবে তারা এগিয়ে থাকবে। আমাদের এখনও বিদেশি ক্রিকেটার আসেনি। ওরা আসলে আসলে বোঝা যাবে আমাদের দলটা কেমন।’
- আলোচিত মেয়ে বাবা কান্ড, শিফার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
- জামায়াতে ইসলামী ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব
- কমলো সয়াবিন তেলের দাম, তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- বঙ্গবন্ধুর লালিত দল নিয়ে হুঁশিয়ারি, যুদ্ধ নিয়েও আশঙ্কা: কাদের সিদ্দিকী
- আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১২ মে ২০২৫)
- হঠাৎ ধস নামলো স্বর্ণের দামে, কারণ জানলে চমকে উঠবেন
- আ:লীগের জন্য সবচেয়ে বড় দু:সংবাদ দিলো নির্বাচন কমিশন
- আওয়ামী লীগ নিষিদ্ধের পর যে আতঙ্কে বিএনপি
- জামায়াতকে কাজে লাগানো শেষ, এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও
- পরপর ৬ উইকেট তুলে নিলো বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর
- আলোচিত দুই বোন ও ১৫ বছরের ভাগ্নে,কে নিয়ে অবিশ্বাস্য তথ্য দিলো গোয়েন্দা পুলিশ
- আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩১৩৮ টাকা
- যে কারনে পিনাকি, ইলিয়াস ও কনকদের ভয় পাচ্ছে
- চলছে বাংলাদেশ ও দ:আফ্রিকার ম্যাচ,দেখেনিন সর্বশেষ স্কোর