| ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিসিবির নতুন সভাপতি হচ্ছেন যিনি, তালিকায় নেই সাকিব-মাশরাফি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ জানুয়ারি ১৪ ২০:৪৩:৩২
বিসিবির নতুন সভাপতি হচ্ছেন যিনি, তালিকায় নেই সাকিব-মাশরাফি

টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন পাপন। তবে এবারই প্রথম তিনি সরকারে এসেছেন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মন্ত্রী হওয়ার পরপরই পাপন জানান, শিগগিরই বিসিবি ছাড়তে চান তিনি। পাপন চলে গেলে বিসিবিতে পাপনের জায়গায় কে আসবেন?

বিসিবির সাবেক তিন সভাপতি মন্ত্রীত্ব এবং বোর্ড একসঙ্গে চালিয়ে গেছেন। বিসিবি ও রাষ্ট্রীয় কোনো আইনেই এতে বাধা ছিল না। পাপনের ক্ষেত্রেও নেই। সাবেক সভাপতিরা ছিলেন ক্রীড়া ব্যতীত অন্য মন্ত্রণালয়ে। তাই স্বার্থের সংঘাতের সংকট তৈরি হয়নি। নাজমুল হাসান পাপন দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিসিবি মন্ত্রণালয়ের অধীভুক্ত একটি সংস্থা। তাই পাপনের মন্ত্রীত্ব এবং বিসিবি’র সভাপতিত্ব নিয়ে আবার প্রশ্ন উঠেছে।

অবশ্য পাপনও বিসিবির দায়িত্ব ধরে রাখতে চান না। যত দ্রুত সম্ভব বিসিবি ছাড়তে চান তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার দিন পাপন বলেছিলেন, 'বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। কিন্তু সেটা ইস্যু না। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এ বছর শেষ করা যায় কিনা।’

অনেকের ধারণা পাপন বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়লে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মারশরাফি বিন মর্তুজা দায়িত্ব পাবেন। কেউ কেউ আবার বোর্ড পরিচালকদের নামও বলছেন। তবে পাপনের মতে, এই মুহুর্তে মাশরাফির কোনো সুযোগ নেই। বরং বোর্ড পরিচালকদের মধ্য থেকে কেউ আসতে পারেন বলে মনে করেন পাপন।

শপথ নেওয়ার একদিন পর গত শুক্রবার দুপুরে গণমাধ্যমকে পাপন বলেছিলেন, 'আমার মনে হয় একটা হতে পারে আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডাইরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই।'

'আইনে কোনো সমস্যা নেই এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে একসাথে যদি দুটোতে থাকি তাহলে একটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা এটা অস্বাভাবিক কিছু না।'

নতুন বিসিবির বোর্ড সভাপতি নিয়োগ নিয়ে তাড়াহুড়ো করতে চান না পাপন, 'এখানে বেসিক কয়েকটা ব্যাপার আছে, প্রথম কথা হচ্ছে ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না এখন। সেটা আমরা জিম্বাবুয়ের ক্ষেত্রেও দেখেছি দুই বছর তারা প্রায় ব্যান (নিষিদ্ধ), শ্রীলঙ্কার ক্ষেত্রেও এবার দেখেছি। আমি মনে করি এমন কিছু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে।'

'একটা অপশন ওদের সাথে আমার কথাটা বলতে হবে। এখানে দুটো জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের মেয়াদ যেটা সবসময় আইসিসি চায় তাদের ইলেকটেড বডির (নির্বাচিত কমিটি) ফুল মেয়াদটা। আর একটা হচ্ছে আইসিসির মেয়াদ।'-আরো যোগ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের আগে বড় দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের আগে বড় দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। ইতোমধ্যেই টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ...

ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল

ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনক পরাজয়ের পর অবশেষে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হলেন ...

ফুটবল

আবারও দেখা যাবে মেসি-রোনালদো লড়াই, সৌদির মাঠে জমছে নতুন ‘এল ক্লাসিকো’

আবারও দেখা যাবে মেসি-রোনালদো লড়াই, সৌদির মাঠে জমছে নতুন ‘এল ক্লাসিকো’

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ—লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো। এক সময় ইউরোপিয়ান ...

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক:নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে প্রথমার্ধেই যা দেখিয়েছে বাংলাদেশ, সেটাই যথেষ্ট ছিল তুর্কমেনিস্তানকে ...



রে