| ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

যে-কারনে বকেয়া বেতন পরিশোষ করছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ জানুয়ারি ১৪ ১১:১০:৩৫
যে-কারনে বকেয়া বেতন পরিশোষ করছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বিপিএল শুরুর আগেই আবারও বিতর্কের মুখে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলোয়াড়দের বেতন নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দলটি। গত মৌসুমে চট্টগ্রামের হয়ে খেলা অভিষেক মিত্র বেতনের বিষয়টি নিয়ে অভিযোগ করেন। সরাসরি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে ফাইনাল সিজনের জন্য তিনি এখনও টাকা পাননি। এ বিষয়ে অবশেষে মুখ খুলল চিটাগাং চ্যালেঞ্জার্স।

গতকাল শনিবার গণমাধ্যমে চট্টগ্রাম দলের অপরারেশন্স ম্যানেজার ইমরান হাসান বলেন, 'আমার কথা হয়েছে উনার (অভিষেক মিত্র) এই ব্যাপারে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম উনি কোন ক্যাটাগরিতে ছিলেন, কত টাকার খেলোয়াড় ছিলেন। উনি ড্রাফট থেকে আসেননি। উনাকে ড্রাফটের পরে নেওয়া হয়েছিল। উনি আসছিল পাঁচ লাখ টাকার ক্যাটাগরিতে।'

'যখন উনি আমাকে বলেছিলেন আমি পেমেন্ট পাব, তখন আমি বললাম আমি একাউন্টসের সাথে কথা বলে জানাব। আমি একাউন্টসের সাথে কথা বলে জানতে পারছি উনাকে তিন লাখ ৭৫ হাজার টাকা পেমেন্ট করা হয়েছে। তখন উনাকে আমি বলেছি আপনি পাঁচ লাখ টাকার ক্যাটাগরির খেলোয়াড় আপনাকে তিন লাখ ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকার মধ্যে কর সংক্রান্ত টাকা কেটে নেওয়ার পর বাকি টাকা পাবেন।'

'তখন সে (অভিষেক মিত্র) আমাকে বলল, করের টাকা কাটা যাওয়ার কথা না। আমি বললাম অবশ্যই কাটা যাবে এটা বাধ্যতামূলক। উনি অন্য খেলোয়াড়দের কথা বলছিল আমি উনাকে বলছি যেটাই করেন অফিসে আসেন। কর বাদে বাকি টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু উনি আমাদের সহযোগিতা করেননি যার কারণে এই অবস্থা।'

ইমরান হাসান নিজেদের অবস্থান জানিয়ে বলেন, 'এত বছর ধরে বিপিএলে খেলছি, করের টাকা সরকারি নিয়ম, এখানে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো কিছু ছিল আমার মনে হয় না। আমরা কখনোই বলিনি টাকা দেব না, এরপরও যদি এভাবে গুজব ছড়ায় দেয় আমাদের কিছু করার নেই। আমরা এ বিষয়ে (পদক্ষেপ) অফিসিয়ালি কাজ করছি সময় হলে আপনাদেরকে জানিয়ে দেব।'

অভিষেক মিত্রের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'উনি আমাদের বলেছিলেন উনি দশ লাখ টাকার ক্যাটাগরিতে কিন্তু আসলে উনি পাঁচ লাখ টাকার ক্যাটাগরিতে ছিলেন। উনাকে আমরা বলেছি করের টাকা কেটে নেওয়ার পর উনি আরো পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পাবেন, উনাকে অফিসে আসতে বলেছি। কিন্তু উনি না এসে মনমতো স্ট্যাটাস দিয়ে রেখেছেন। পেমেন্ট ইস্যুতে উনার সাথে কথা হয়েছে দুই-তিনবার। তো এখানে একাউন্ট সেকশনে চেক করে কথা বলতে হবে আন্দাজের উপর কিছু করা যাবে না। সে অনুযায়ী আমরা কথা বলেছি। (পোস্ট দেওয়ার পর) উনি আমাদের সাথে কোন যোগাযোগ করেনি আমিও করিনি।'

বিপিএল শুরুর আগেই এমন অভিযোগ চাপ সৃষ্টি করবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিপিএলে আমরা চার বছরের বেশি সময় ধরে আছি। এখানে অনেক কিছু ঘটতে পারে কিন্তু আমরা সবসময় প্রফেশনালি সবকিছু সামলে নিয়েছি। এখানেও সেভাবেই করছি। এসব নিয়ে আমরা চিন্তিত না। দল তাদের মতো কাজ করছে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব।'

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের আগে বড় দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের আগে বড় দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। ইতোমধ্যেই টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ...

ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল

ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনক পরাজয়ের পর অবশেষে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হলেন ...

ফুটবল

আবারও দেখা যাবে মেসি-রোনালদো লড়াই, সৌদির মাঠে জমছে নতুন ‘এল ক্লাসিকো’

আবারও দেখা যাবে মেসি-রোনালদো লড়াই, সৌদির মাঠে জমছে নতুন ‘এল ক্লাসিকো’

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ—লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো। এক সময় ইউরোপিয়ান ...

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক:নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে প্রথমার্ধেই যা দেখিয়েছে বাংলাদেশ, সেটাই যথেষ্ট ছিল তুর্কমেনিস্তানকে ...



রে