বিশ্বকাপে যেসব ম্যাচের দায়িত্বে বাংলাদেশি আম্পায়াররা

আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর শুরু হবে। যুব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামার কথা জানিয়েছেন বাংলাদেশে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এ তো গেল ক্রিকেট দলের কথা, আম্পায়ারদের ভূমিকায়ও এবার দুই বাংলাদেশি যুব বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন। তারা হচ্ছেন– গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।
ইতোমধ্যে গ্রুপপর্বে আম্পায়ারদের দায়িত্বও বন্টন করে দিয়েছে আইসিসি। যেখানে উদ্বোধনী ম্যাচের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের আম্পায়ার সোহেল। ১৯ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ম্যাচটিতে সোহেল থাকবেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে। তার সঙ্গে থাকবেন আয়ারল্যান্ডের রোল্যান্ড ব্ল্যাক। এছাড়া টিভি আম্পায়ার পাকিস্তানের রশিদ রিয়াজ ওয়াকার ও আফগানিস্তানের বিসমিল্লাহ জান শিনওয়ারি চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন।
শ্রীলঙ্কার গ্রায়েম ল্যাবরুই থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। আজ (বুধবার) এক বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপ গ্রুপপর্বের ২৪ ম্যাচে আম্পায়ারদের দায়িত্বের কথা জানিয়েছে। যেখানে নাম বলা হয় অন-ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার, চতুর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারির নাম। তবে সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনালে দায়িত্বের বিষয়টি পরে জানাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের ছয়টি ম্যাচেই আম্পায়ার থাকবেন সোহেল। তিনটিতে অন-ফিল্ড আম্পায়ার, দুটিতে টিভি আম্পায়ার ও একটিতে তাকে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে।
গ্রুপটিতে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে চারটি অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচেও আম্পায়ারিং করবেন তিনি। বাংলাদেশের আরেক আম্পায়ার মুকুলও চারটি ওয়ার্মআপ ম্যাচে আম্পায়ারিং করবেন। এরপর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে গড়া ‘সি’ গ্রুপের ছয়টি ম্যাচেই দায়িত্ব পালন করবেন তিনি। তিনটিতে অন-ফিল্ড আম্পায়ার, দুটিতে চতুর্থ আম্পায়ার ও একটিতে তাকে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে।
আসন্ন বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের যুবারা পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ডি’ গ্রুপে। ১৯ জানুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এর আগে তারা ১৪ ও ১৭ জানুয়ারি যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ খেলবে।
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: এক লাফে বাড়ল বিশেষ সুবিধা, বাড়তি টাকা পাবেন যারা
- ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল
- হোটেল থেকে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী
- মাঠেই প্রতিপক্ষকে বল ছুঁড়ে আঘাত, আইসিসির কড়া শাস্তির মুখে পেসার
- কাঠগড়ায় দাড়িয়ে যে কান্ড করলেন পলক
- সিরিজ হারলো বাংলাদেশ, অবিশ্বাস্যভাবে যা বললেন কুশল মেন্ডিস
- ম্যাচ হেরে সব দোষ যার গায় চাপালেন অধিনায়ক মিরাজ
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- ভয়াবহ বন্যার আশঙ্কায় দেশের যে দুই জেলা
- প্রতিদিন ৭টি কিশমিশ খান, আর ম্যাজিক দেখুন
- আজকের ওমানি রিয়ালের রেট জানলে চমকে উঠবেন, টাকার বিপরীতে রেকর্ড দর
- বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের আগে বড় দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- ৯ জুলাই সারাদেশে ‘বাংলা ব্লকেড’: সকাল-সন্ধ্যা অচল থাকবে সড়ক-রেলপথ
- টিভিতে আজকের খেলা : মাঠ কাঁপাবে ইংল্যান্ড-ভারত, পিএসজি-রিয়াল ও উইম্বলডনের তারকারা