বিশ্বকাপ সামনে রেখে ২০২৪ বিপিএলের উইকেটে থাকছে বেশ চমক

চলতি মাসেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। শুরু থেকেই আপনি এই ইভেন্টে অনেক পরিবর্তন অনুভব করতে পারেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিরপুরের উইকেটেও শোনা যাচ্ছে আশার বাণী। এদিকে বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম আসন্ন বিশ্বকাপের উইকেটের সাথে সামঞ্জস্য রেখে বিপিএলে উইকেট নেওয়ার দিকে নজর দিয়েছেন।
মিরপুরের বাজে উইকেট নিয়ে প্রায়ই সমালোচনা হয়। খেলোয়াড়রাও উইকেট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। কেউ কেউ মনে করেন মিরপুরের উইকেট টি-টোয়েন্টি খেলার উপযোগী নয়। মূলত দীর্ঘ ব্যস্ততার কারণে মিরপুরে উইকেটের যত্ন নেওয়ার কোনো সুবিধা নেই। তবে এবার বিপিএলের আগে ক্রিকেটে তেমন উন্মাদনা নেই।
গতকাল (বুধবার) মিরপুরে মাহবুব আনাম বলেন, ‘টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা। আমরা চাইব যেন এখানে প্রচুর রান আসে। তবে অবশ্যই ব্যাটারদেরও দক্ষতা থাকতে হবে রান করায়, বোলারদেরও ভালো করতে হবে। আইসিসি আন্তর্জাতিক ইভেন্টগুলোতে যে ধরনের উইকেট তৈরি করা হয়, আগামী বিশ্বকাপকে সামনে রেখে আমরাও সেরকম উইকেটই বানানোর চেষ্টা করব।’
এতে ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিতে পারবেন বলে মনে করেন বিসিবির এই কর্মকর্তা, ‘এখন যেরকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে, তাতে শুরুতে কিছু সমস্যার মুখোমুখি হতে পারি। তবে ভালো উইকেটের প্রচেষ্টা থাকবে আমাদের। আগামী বিশ্বকাপের সঙ্গে মিল রেখে একটা উইকেট বানানোর কথা বলা হয়েছে ওদের। আমাদের ব্যাটসম্যান যারা খেলবে, তারা যেন বিশ্বকাপের জন্য প্রস্তুতি হিসেবে এটাকে ব্যবহার করতে পারে।’
গেল নিউজিল্যান্ড সিরিজে সিলেটের মাটিতে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের উইকেট এবং ভেন্যু নিয়ে বেশ প্রশংসা শোনা যায় সকলের কণ্ঠে। সেখানে দায়িত্বে থাকা উইকেট পরামর্শ টনি হেমিংয়ের ওপর তাই এবারও আস্থা রাখছেন মাহবুব আনাম। তাই বিপিএলে ভালো উইকেট তৈরির জন্য বাইরে থেকে আর কাউকে আনার প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন।
টনি হেমিংয়ে আস্থা রেখে মাহবুব আনাম বলেন, ‘আমার মনে হয় স্টাফদের সকলের স্কিল আছে। আমাদের একজন শক্তিশালী পরামর্শকও আছেন টনি হেমিং। বিসিবি এই মুহূর্তে তাকে নিয়েই কাজ করবে। ও যেভাবে আমাদের কিউরেটরদের জ্ঞান দিচ্ছে এবং তার যে অভিজ্ঞতা, আমার মনে হয় বাইরে থেকে কাউকে আনার প্রয়োজন হবে না।’
আগামী ১৯ জানুয়ারি দশম বারের মত পর্দা উড়তে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। প্রায় দেড় মাস যাবত চলতে থাকা এই আসর ইতি টানবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। ৭ দলের টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরেই আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই এই ফরমেটে প্রস্তুতির কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি।
- হোটেল থেকে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: এক লাফে বাড়ল বিশেষ সুবিধা, বাড়তি টাকা পাবেন যারা
- ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল
- আজ এসএসসি পরিক্ষার রেজাল্ট প্রকাশ: দ্রুত অনলাইনে রেজাল্ট দেখার সহজ উপায়
- মাঠেই প্রতিপক্ষকে বল ছুঁড়ে আঘাত, আইসিসির কড়া শাস্তির মুখে পেসার
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- কাঠগড়ায় দাড়িয়ে যে কান্ড করলেন পলক
- সিরিজ হারলো বাংলাদেশ, অবিশ্বাস্যভাবে যা বললেন কুশল মেন্ডিস
- ম্যাচ হেরে সব দোষ যার গায় চাপালেন অধিনায়ক মিরাজ
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- ভয়াবহ বন্যার আশঙ্কায় দেশের যে দুই জেলা
- প্রতিদিন ৭টি কিশমিশ খান, আর ম্যাজিক দেখুন
- টি-20,তে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ,দেখেনিন ২ দলের একাদশ ও ম্যাচ শুরুর সময়সূচি
- আজকের ওমানি রিয়ালের রেট জানলে চমকে উঠবেন, টাকার বিপরীতে রেকর্ড দর